দর্শক থেকে ধর্ষক

এস এ জগৎ ১৭ অক্টোবর ২০২০, শনিবার, ০৬:৩৪:৩৬অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

নিতম্বে হস্ত ঠেকিয়ে অলীক বিভোরে

পাষণ্ডটা মাতাল হয়ে যায় প্রায়

এ অনিয়ম প্রতিনিয়ত হতে হতেই

আজ নিয়মের সুউচ্চ স্থানে আসীন হয়েছে।

কেউ দেখে তৃপ্তির ঢেঁকুর গিলে

আবার কেউ না দেখার ভানে মজা নেয়

প্রতিবাদহীন প্রত্যেকটা মূহুর্ত যেন

শকুনের নির্লিপ্ত থাবা আর থাবা।

আমাকে আশ্রয় দাও, কি দেবে?

প্রগাঢ় সুন্দর ও নিরাপদ স্থানে এবং

কায়ায় জড়িয়ে দাও নিরাপত্তার চাদর।

মানুষ আহঃ কিসের মানুষ?

মানুষের সংজ্ঞায় জুড়ে দিতে ইচ্ছে হয়

কামুক দৃষ্টিপাত করা আশ্বিনের কুকুরের প্রতিচ্ছবি।

মানুষ হারিয়ে ফেলেছে নিজস্ব স্বকীয়তা

মস্তিকে নিকোটিন আর এলকোহলে

দখল করেছে প্রতিটি ঘড়ির কাঁটা।

প্রতিনিধিত্ব করছি আমরাই

শ্লীলতাহানির মহোৎসবে আমরাই দর্শক

পুনশ্চ আমরাই পদোন্নতি নিয়ে হয়ে উঠি ধর্ষক।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন