ওরে খোকা গেলি কই?
আয় দেখি এখেনে।
কেমন করে অংক করি
ভাল করে দেখে নে।
দুই এ দুই এ চার হয়
কিভাবে তা জানিসনে?
তুই নাকি উস্তাদের
কথা কিছু মানিসনে?
বল দেখি রবি ঠাকুর
কি কারণে নোবেল পায়?
ও পাড়ার ভুতু কেন
হেরে গলায় গান গায়?
কিছুই পারিসনে তবে
কি শিখেছিস বিদ্যে?
পরীক্ষায় ডিম পাবি
পদ্যে আর গদ্যে।
গত কাল নালিশ করল
বাংলার মাস্টার,
তুই নাকি ক্লাসে তার
লুকিয়েছিস ডাস্টার?
ষাণ্মাসিক পরীক্ষায়
গণিতে পাস জিরো,
পথেঘাটে জিন্স পড়ে
হয়ে যাস হিরো?
ভুগোলেতে গোল পাস,
ইংলিশে কাচা,
তোর নিয়ে ভেবে মরি
পারিনে আর বাছা।
নিধুবাবু বলে গেল
তোদের বিজ্ঞান শিক্ষক
প্রাকটিক্যাল ক্লাসে নাকি
খালি কাশিস খক খক?
জ্যামিতিতে তোর নাকি
মাথা মোটেও খেলে না?
মোবাইল নিয়ে নাকি
বসে করিস খেলনা?
বিদ্যে কি অত সোজা
পড়ে থাকে রাস্তায়?
ছোট বেলা যে না শেখে
বড় হলে পস্তায়।
Thumbnails managed by ThumbPress
১৪টি মন্তব্য
মুহাম্মদ আরিফ হোসেইন
দুই এ দুই এ চার হয়
কিভাবে তা জানিসনে !!
বল দেখি রবি ঠাকুর
কি কারণে নোবেল পায়?
আহা কবি সেলাম গ্রহন করেন
তাহার পর উত্তর বলেন ।।।
শুভ্র রফিক
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার মত নাদানের কবিতা পড়ার জন্য।কিন্তু আপনার দুটি প্রশ্ন ঠিক বুঝিনি জনাব
মুহাম্মদ আরিফ হোসেইন
দুইয়ে দুইয়ে চার হয় এটা দিয়ে বিশেষ কিছু কি বুঝাইছেন ?
;?
শুভ্র রফিক
জি না ভাই,এটা দিয়ে ছাত্রের মেধা যাচাই করা হয়েছে।আমরা যেমন অনেক সময় কোন ছাত্র দেখলে গতানুগতিক ভাবে কিছু জিজ্ঞাসা করি —-এমনটিই করেছি।বলতে পারেন আই,কিউ টেস্ট।
শুভ মালাকার
“বিদ্যে কি অত সোজা
পড়ে থাকে রাস্তায়?
ছোট বেলা যে না শেখে
বড় হলে পস্তায়।”
* “বিদ্যা আর শিক্ষা” এরা এমন কিছু যা পরিবার, পরিবেশ আর সমাজ থেকেই অধিকাংশ প্রাপ্ত হয়ে থাকে।
** তাই অমনোযোগী ছাত্রের “আমনোযোগীতা’ শুধুমাত্র ঐ ছাত্রের উপর-ই ভিত্তি করে না। এর ভিত্তির কিছুটা অংশ পরিবার, পরিবেশ আর সমাজ-ও বহন করে থাকে।
*** সবার প্রথমে আমাদের সবার উচিত, আমাদের পরিবার, পরিবেশ আর সমাজকে সুন্দর করে তুলা (আচার-আচরন, ন্যায়-নিষ্টিতা আর পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে) আর তবেই অমনোযোগীদের প্রেরনাদানের মাধ্যমে সু-শিক্ষা প্রধান করা সম্ভবপর হয়ে উঠবে। অন্যতায় সর্বচ্ছ প্রেরনা দানেও হয়তো তা সফল নাও হতে পারে।
খুবই ভালো লেগেছে কবিতাটি
ভাল থাকবেন । -{@
শুভ্র রফিক
আপনার মন্তব্য গ্রহণ যোগ্য বটে।ধন্যবাদ আপনাকে
জিসান শা ইকরাম
পড়লাম
ছন্দ ভালোই মিলাতে পারেন আপনি।
শুভ্র রফিক
আপনার মুল্য্যবান মন্তব্য আমার চলার পথের পাথেয় হিসেবেই দেখছি।সাধুবাদ আপনাকে
পারভীন সুলতানা
সুন্দর
শুভ্র রফিক
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ছাইরাছ হেলাল
পড়তে বেশ লাগে , সহজ।
শুভ্র রফিক
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
শুন্য শুন্যালয়
টানা এমন ছন্দ ধরে রাখা বেশ কষ্টকর। খুব মজার হইছে 🙂
ত্যাঁদড় বালক কে খুঁজে পাওয়া গেছে?
শুভ্র রফিক
খুঁজছি তারে বিলে ঝিলে
খুঁজছি অনেক খানে,
কোথায় আছে ত্যাদড় বালক
কেউ কি তাহা জানে?
ধন্যবাদ আপু।