শহরে হাটার সময় নিজ দায়িত্বে হাটবেন।  নালা নর্দমায় পড়ে গেলে বা তলিয়ে গেলে কোনো কর্তৃপক্ষ এজন্য দায়ী নয়।  অসতর্ক বা শহরে হাটার অযোগ্য নাগরিকদের হাটা শেখানো কর্তৃপক্ষের কাজ নয়।  ফুটপাত দিয়ে হাটুন।  ফুটপাত বেদখল হয়ে গেলে রাস্তা দিয়ে হাটুন।  রাস্তায় হাটতে গেলে গাড়ির তলায় পিষ্ট হলে বা আহত হলে কর্তৃপক্ষ দায়ী নয় মোটেও।  নিজ দায়িত্বে ট্র্যাফিক আইনসহ বিভিন্ন আইন কানুন শিখুন।  শহরে চলার মতো নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুন।  মোদ্দা কথা শহরে থাকতে হলে নিজের দায়িত্ব নিজেকে নিতে শিখুন।  অযথা অহেতুক বিভিন্ন কর্তৃপক্ষকে দায়ী করা থেকে বিরত থাকুন।  যদি বেঘোরে প্রাণ যায় তবে মনে করবেন আল্লাহ্‌র মাল আল্লাহ্‌ নিয়ে গেছেন।  সুনাগরিকের মতো ভদ্র সভ্য ও সৌজন্যভাবে বসবাস করুন।  একজন জননেতা বলেছিলেন – উন্নয়নের প্রসব বেদনা ভোগ করতে হবে।  অতএব অন্যের গলদ দোষ ত্রুটি খোঁজা থেকে বিরত থাকুন।  ভদ্র সভ্য সুশীল সুনাগরিক হয়ে নিজেদের মধ্যে ত্যাগের মনোভাব গড়ে তুলুন। মনে রাখা উচিৎ -- ত্যাগেই শান্তি !

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ