
তোর শরীর কবে আড়ষ্ট হবে হৈমন্তী জ্বরে ?
তোর উষ্ণ শ্বাসটা
আলোকলতার মত আলিঙ্গন করে আমাকে জড়িয়ে নেবে না হয় সোনালুর ডালে।
তোর মানবীয় যতো ব্যথা মহাবিশ্বের সমান ভর করে তুলে দে আমার কাঁধে।
আমি ভেবে নেই যেন প্রাক্তন প্রণয়িনীর
প্রত্যাখানের পর,
পৃথিবীর প্রচলিত প্রনয় উপখ্যানের প্রতি
যে ঘৃনায় আক্রোশ নিয়ে নীল অন্ধকারে লক্ষ কোটি বছর
ঘুমিয়ে ছিল আমার প্রতিটি কোষ,
ওরা মিছিল করে জেগে উঠুক ,
যেন কোষ গুলো হিমগ্লোবিনের জল ধারার
প্রণয়ের বার্তা নিয়ে ছুটে যায় তোর নিউরন দুর্গে।
এ বসন্তে পলাশ রক্তিম হয়ে ফুটুক
বছর ঘুরতেই পলাশ রেণুর বেজায় অভিমান
যদি অশ্রু হয়ে ঝড়ে,
যদি এক ফোটা জল ছুঁয়ে ফেলে তোর নীল আঁচল
তবে তোর প্রতিটি কোষ জানবে
অনুভূতির কত উর্বর জমিনের জল ছুঁয়েছে
তোর পা।
তুই খালি পায়ে হাঁটতে থাক বুকের ঠিক বাম পাশটায়
রোমান্টিক হাহাকার নিয়ে দাঁড়া গিয়ে চৈতালি উনুনে।
জ্বর নামুক, জ্বর নামুক!
ভীষণ সে জ্বর হাজার বছর ঝুলে আছে পৃথিবীর মানবীদের বিশ্বমাতৃত্ত্ব বোধে !
তুই জ্বরে পুড়েই তবে মেঘ হয়ে যা,
স্নান করে নেই তোর উষ্ণ শ্বাসের অতল সায়রে।
১২টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
“আমি ভেবে নেই যেন প্রাক্তন প্রণয়িনীর
প্রত্যাখানের পর,
পৃথিবীর প্রচলিত প্রনয় উপখ্যানের প্রতি
যে ঘৃনায় আক্রোশ নিয়ে নীল অন্ধকারে লক্ষ কোটি বছর
ঘুমিয়ে ছিল আমার প্রতিটি কোষ,
ওরা মিছিল করে জেগে উঠুক ,
যেন কোষ গুলো হিমগ্লোবিনের জল ধারার
প্রণয়ের বার্তা নিয়ে ছুটে যায় তোর নিউরন দুর্গে।”
ভীষণ সুন্দর প্রেমময় কাব্য লিখেছেন কবি।
নান্দনিক শব্দশৈলিতে সাজানো কবিতাটি মন ছুঁয়েছে।
নাজমুল হোসেন নয়ন
প্রেম খুঁজে পেয়েছেন সেটা আছে তবে একটা নারী প্রতি বন্ধনা আছে সেটাও আলাপে আসুক। ধন্যবাদ
রোকসানা খন্দকার রুকু
তুই জ্বরে পুড়েই তবে মেঘ হয়ে যা,
স্নান করে নেই তোর উষ্ণ শ্বাসের অতল সায়রে।”
সকল চাওয়া পুরন হোক।
শুভ কামনা রইলো।
নাজমুল হোসেন নয়ন
ধন্যবাদ। শুভেছে চিরন্তন
ফয়জুল মহী
অসাধারণ বোধসম্পন্ন একটি কবিতা।
আবেশিত হলাম ।
নাজমুল হোসেন নয়ন
শুভ সকাল।ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
নারীর প্রতি চমৎকার প্রেম, বন্দনা সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
“তুই জ্বরে পুড়েই তবে মেঘ হয়ে যা,
স্নান করে নেই তোর উষ্ণ শ্বাসের অতল সায়রে।”- অসাধারণ লেগেছে কবি।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
নাজমুল হোসেন নয়ন
শুভেচ্ছা রইল কবি
আরজু মুক্তা
নারীকে এভাবে উপলব্ধি করার জন্য একটা বিরাট হৃদয় দরকার। না হলে পলাশ রক্তিম হয়ে ফুটবে কি করে এই বসন্তে। উষ্ণ হয়ে উষ্ণতার আবেগ বুঝতে হয়। এভাবে হয়তো মেঘগুলো তার অভিমান ছড়িয়ে বৃষ্টি নামাবে। শান্ত সুশীতল হবে প্রকৃতি তথা প্রাণেরও।
ভালো লিখলেন।
নাজমুল হোসেন নয়ন
ভালোবাসা রেখে গেলাম
কান্ত রায়
ভালোবাসা জানবেন কবি 🤗🖤
নাজমুল হোসেন নয়ন
নিয়ে নিলাম ভালোবাসা