তোর বৃত্তে বন্দি হতে চেয়েছিলাম

নিশীথের নিশাচর ২ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ১২:১০:০৮পূর্বাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

মাঝে মাঝে কিছু ভালো মুহূর্ত এসে ধরা দেয় আমার কাছে
যার জন্য আমি অপেক্ষায় থাকি,
ঠিক যেন সকালের সূর্যের মত,সূর্য যেমন পৃথিবীকে তার সোনালী আলো দিয়ে রাঙ্গিয়ে দেয়।
তেমন করে আমার মনের চিলেকোঠায় কিছু ভালো মুহূর্ত আলোকিত করে,
কি যে ভালো লাগে তখন মনে হয় যেন বেঁচে আছি এই মুহূর্ত পাবার জন্য।।
কিন্তু এই ভালো সময়গুলো আমাদের মাঝ থেকে কেন এত দ্রুত হারিয়ে যাই ???
কেন সেই মুহূর্ত গুলো বেশীক্ষন থাকে না ??
টাইমমেশিন যদি পেতাম না আমি একবার
ঐ ভালো সময়গুলো আটকে রাখতাম যেতে দিতাম না??
কিন্তু আফসুস যে জীবনে টাইমমেশিন ও পাবো না
আর সময়গুলো ধরে রাখতে পারবো না,
শুধু আমার না এই পৃথিবীর কারো ক্ষমতা নেই সময় ধরে রাখবার।
ঐ যে একটা প্রবাদ আছে না............

" সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না "
তাঁরা তাঁদের মত বহমান......

এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের জন্ম হয় শুধু কষ্ট পাবার জন্য
সুখ নামের শব্দ টা তাঁদের কাছে বড় অচেনা।
আর এই অচেনা সুখ মাঝে মাঝে পরিচিত হতে আসে
কিন্তু ভালো করে পরিচিত হয় না,
একটু সময় তার উপস্থিতি দিয়ে একটু হাসি-ঠাট্টা করে চলে যাই,
আমি ঐ সব মানুষের দলে,সুখ শব্দ টা আমার কাছে অচেনা,
ভালো কিছু মুহূর্ত মাঝে মাঝে আমার মনের জানালায় উকি দিয়ে
আবার হারিয়ে যাই অচিন দেশে...
তাই ভালো সময় তোকে এই গান টা উৎসর্গ করলাম...

" মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না "

তোকে তো চিরদিনের জন্য পেতে ইচ্ছে করে,
তুই হবি বৃত্ত আমি তোর সেই বৃত্তের মাঝে হবো বন্দি...............
কিন্তু পেলাম তোকে আর বন্দি ও হতে পারলাম না তোর মাঝে।

নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে )

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ