তোর পিরিতে কথা সমাপ্তি

সঞ্জয় মালাকার ১ জানুয়ারি ২০২০, বুধবার, ০২:০৬:৩৫পূর্বাহ্ন কবিতা ৩৩ মন্তব্য

প্রিয়....গ্রামেই ছিলাম বেশ.. গ্রামেই যেন হয় শেষ
আমি তোমার অপেক্ষায়...আজও দিন গুলো করি বিশেষ,
আমি ওই বড়বাবু ধের মতো শহরি নই....এই গ্রামেই যে খুঁজি
তোমার আমার সবার পরিচয়!
জানি এসবের মানে হয়না,পিরিতের ভাবজমে না ,,

পথ চেয়ে আছে.......
এ পথে রয়েছে হাজারও স্মৃতি অনূবতি,
আজও কী মুক্তি পেয়েছে সেই তর সাজানো নিয়ম নিতি,
এ কাঁদামাখা মিঠো পথে তর কী মনে পরে
বহু কষ্টে ছুটে আসতি আমার ধারে!
আছে কী তর মনে,নাকি সেসব কথা ভুলে গেছিস,
তবে এসব কথা বলে লাভ কী,তুই তো বেশ সুখেই আছিস।
জানিস আজ তোর কথা মনে করে বহু কেঁদেছি
কিন্তু শান্তনা দেবার মতো কাউ কে পাইনি,
জানিস দুচোখে স্বপ্ন ভাঙে,স্বপ্ন গড়ে...শুধু তর স্মৃতি গুলো মনে করে।
জানিস পাড়ার লোকে আমায় দেখে বলে আমি পাগল,
মুখে লম্বা দাড়ি, মাথায় লম্বা চুল,নিংড়া গায়ে,
দুরগন্ধে, কেউ আসেনা আমার ধারে!
তবে জানিস আমি কার জন্য পাগল,শুধু তোর জন্য...
তোকে পাবার অপেক্ষায় আজও পথ চেয়ে থাকি,
অচিরে থাকা স্বপ্ন গুলো পূর্ণতা পাবার আশায়।
শুধু তুই বুঝলি না আমাকে,
আর বুঝবেই বা কী করে... আমার তো তেমন রূপ ছিলনা-তেমন পয়সাআলাও ছিলাম না?
ছিলামা গ্রামের গরী ঘরের কৃষক বাবার একমাত্র ছেলে,
তাই তুই পাড়িজমাচ্ছিলে কোন বড়লোক বাবুর ঘরে!
তবু কষ্ট নেই,জানিস কষ্ট কে আমি সম্মান করি,
তোকে ভালোবেসে পাই বা না পাই, আমি তো কষ্টটা পেয়েছি,
তাই কষ্টকেই করে নিলাম সাথী, তাকেই রাখলাম ধরে স্মৃতির পাতায়!
তোর পিরিতের কথা দিয়ে সমাপ্তি।

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ