তোমায় ভালোবাসি

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৪ মার্চ ২০২১, রবিবার, ০৩:৩১:৩০অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
ও গো প্রেয়সী,

  1. শুধু তোমায় ভালোবাসি বলে,
    অপেক্ষায় কাটিয়ে দিচ্ছি অজস্র প্রহর।
    কোনো ভাবে আমি ভুলতে পারি না,
    তোমার স্মৃতি বিস্মৃতি গুলো,
    কেন, তুমি  কি জানো?
    তোমার তো জানার প্রয়োজন নেই
    শুধু আমার প্রয়োজন,
    কারণ আমি তোমায় ভালোবাসি
    ভালোবাসি বলে শুধুই তার জন্য।
ওগো প্রেয়সী,
তোমার সাথে কাটানো প্রহর গুলো
আমায়  নিশ্চুপ থাকতে দেয় না,
নিরবে নিভৃতে আমায় কাঁদায়
আমার জীবনের সবচেয়ে আনন্দের প্রহর ছিলো
তোমার সাথে কাটানো প্রহর গুলো।
তোমার কোমল হাতের স্পর্শ
আমাকে দেখতো অভিনব স্বপ্ন,
হঠাৎ তোমার অনুপস্থিতি আমাকে নিঃস্ব করে দিয়েছে
দিয়েছে এনে একাকিত্ব,
তুমি তো ছিলো আমার স্বপ্ন
স্বপ্ন বিহীন জীবন সে তো মৃত বস্তুর মতো স্তব্ধ।
তবুও তোমার আশা পথ চেয়ে আছি
কবে আসবে তুমি ওগো প্রেয়সী,
কবে আসবে?
আমি আজ তোমার কাছে ডায়েরির ছেঁড়া পাতা
যার নেই কোনো প্রয়োজন
তুমি আমায় ভালোবাসো কি বাস না
আমি  তা জানি না
আমি শুধু তোমায় ভালোবাসি
সত্যি আমি ভালোবাসি তোমায়, ওগো প্রেয়সী
অপেক্ষায় আমি কাটাবো অজস্র প্রহর,
শুধু তোমায় ভালোবেসে।
ওগো প্রেয়সী,
তোমার ডাকে আমি পাড়ি দিতে পারবো
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো দামোদর সমতুল নদী,
সকল বাঁধা বিপত্তি অনায়াসে কাটিয়ে আসব
তোমার কাছে,
শুধু তোমায় ভালোবেসে
শুধু তোমায় ভালোবেসে,
ওগো প্রেয়সী।
রচনাকালঃ
০৩/০১/২০২১

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ