তোমাকে কল্পনা করে হয় কবিতার রচনা,
তোমাকে মনে করে হয় আমার গানের সূচনা।
তোমাকে মনে করে লেখা হয় অণুকাব্য,
তোমাকে মনে করে লিখতে চাই যে মহাকাব্য।
তোমাকে মনে করে হয় রাত্রির রচনা,
তোমাকে মনে করে হয় সকালের শুভ সূচনা।
তোমারি পরশে আমি যে পাই স্বর্গীয় অনুভূতি,
সর্বদা আমি পাশে থাকবো তোমার এটাই প্রতিশ্রুতি।
তোমারি সৌন্দর্য্যে পূর্ণিমাও লজ্জা পায়,
তোমারি স্নিগ্ধতায় চারিদিক শোভিত হয়ে যায়।
তোমারি সুমধুর কন্ঠে সম্মোহিত আমি,
তোমারি কন্ঠ শোনার জন্য ব্যাকুল থাকি যে আমি।
তোমাকে নিয়েই আমার জীবন যাপন,
নিজের অজান্তে করে ফেলেছি তোমায় আমি আপন।
তোমাকে নিয়ে রয়েছে আমার স্মৃতিমধুর আশা,
হে প্রিয়, তোমার প্রতি রইল আমার আন্তরিক ভালবাসা।
Thumbnails managed by ThumbPress
১৫টি মন্তব্য
ইলিয়াস মাসুদ
ভালবাসা ঠিক ঠাক মতো পৌছে যাক
অনেক অনেক সুন্দর কবিতা ভাইয়া
মিজভী বাপ্পা
ধন্যবাদ ইলিয়াস ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
অনেক ভাল লেগেছে বাপ্পী ভাই।
++++
কেমন আছেন? ব্লগে আপনাকে পেয়ে ভাল লাগছে।
মিজভী বাপ্পা
ধন্যবাদ ভাই 🙂 খানিক চেনা চেনা গন্ধ পাচ্ছি মনে হয় ;?
জ্বী ভালো আছি তবে ব্যস্ততার কারণে ব্লগে আসতে পারি না 🙁 আপনি কেমন আছেন?
আবু খায়ের আনিছ
হ্যাঁ আমরাও আন্তরিক ভালোবাসা চাই, স্বাগতম সোনেলায়। আমি প্রথম পড়লাম আপনার লেখা। ভালো লিখেছেন।
মিজভী বাপ্পা
অনেক অনেক ধন্যবাদ আবু ভাই আপনার মন্তব্যের জন্য 🙂
Hm Ripon
সুন্দর সুন্দর
খসড়া
লেখা পড়ে ভাল লাগল। ধন্যবাদ।
মিজভী বাপ্পা
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
সালমা আক্তার মনি
ভালো লেগেছে। সহজ আর সুন্দর
মিজভী বাপ্পা
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
ভালোবাসার লেখা পড়ে ভালো লাগলো।
মিজভী বাপ্পা
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
অনিকেত নন্দিনী
যে তুমি’র জন্য এত কাব্য সে তুমি’র কাছে ভালোবাসা উড়ে গিয়ে পূর্ণতা পাক।
লেখায় ভালোলাগা আর শুভকামনা।
মিজভী বাপ্পা
অনেক অনেক ধন্যবাদ 🙂