এই যে আকাশে এত তারা নিভু নিভু করে
এই যে একটি চাঁদ অন্ধকারে মেলে ,
তুমি কি তা দেখেছো ?

স্বপ্ন জমা কত আর্তনাদ
কত ঢেউয়ের স্রোতে ভেসে যাচ্ছে,
তুমি কি তা ভেবেছো ?

আকাশে কত মেঘ জমা,
বৃষ্টি আসবে বলে,
বৃষ্টি ঠিকই এলো,
কিন্তু তুমি আসলে না!

তোমার সেই মুখের হাসি,
বাস্তবে কখনো দেখিনি!
তবুও হৃদয়ে আল্পনা করি।

আকাশ কাঁদে,বাতাস কাঁদে,
কাঁদে আমার মন,
কাজল মাখা তোমার চোখ গুলো যেন করে টলমল।

স্বপ্ন দেখি স্বপ্ন বাদী
তুমি শুধু আমার,
অপেক্ষা হয়ে নিশি জাগি
বিরহে মাখা কতো না স্মৃতি ।

কত কাল কত সময় যাচ্ছে
সত্যি এখনো দেখিনি তোমায়!

মিষ্টি কথার আড়ালে লুকিয়ে আছে কত ঢেউ
আজও আমি অসংখ্য চিঠির বাজে
বন্দি হই যেখানে নেই বাঁচার মতো কেউ।