তুই তোর রুপের ঝল্কানিতে মন কাড়িলি
তুই যদি আমারি হইতি
প্রানখানি দিতাম তোরে আমি সাইধি।
প্রান বসন্তে আইসা তুই আমারে মারিরি
দোস যা দিতিস নিতাম দুহাতভরে আমি
অন্তরখানি তবুও দিতাম তোরে উজাড়ি।
তুই যদি হইতি সংগি যাইতাম ঐ অচিনপুরে
মনের মনে করতাম বাস দুইজনের জড়াজড়িতে।
তোর রুপের ঝলকে ঐ জ্যোৎস্না যায় উড়ে
তোর হাসির ঝিলিকে সাদামেঘ মিলায় দূর দিগন্তে
আমি মুগ্ধ নয়নে চেয়ে রই, চেয়ে রই।
মিলাতে চায় তোরই মিলনসুধায়।

যন্ত্রে উৎছি ছুটব, তোমার কাছে আসব
তোমার পানে চেয়ে রব, তোমারই পাশে রব।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ