তোমার প্রতি মুগ্ধতা

ফজলে রাব্বী সোয়েব ২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ০৩:১৭:৫৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
দিন দিন মুগ্ধতা বেড়েই চলেছে তোমার প্রতি।
একটু একটু করে ব্যারোমিটারের পারদটুকু
বাড়ছে, এক স্তর থেকে আরেক স্তরে।
এমন একটা সময় আসবে যখন তোমার
প্রতি আমার মুগ্ধতার উচ্চতা ছাড়িয়ে যাবে
সুউচ্চ হিমালয়চূড়াকেও!
সমুদ্রের বিশালতাকেও ছাড়িয়ে যাবে
দৈর্ঘ্যে ও প্রস্থে!
গণিতের সূত্রে ফেলে তখন তুমি যদি
পরিমাপ কর এর আয়তনের,
নিশ্চিত করেই বলতে পারি অন্য কেউই
ধারে কাছে আসতে পারবে না আমার।
ভাবতে পেরেছ কি কখনো?
তোমাতে কেউ মুগ্ধ হতে পারে এমন করে!
তোমাকে ভালোবাসার অঙ্গারে পুড়ে ভস্ম
করার অভিপ্রায়ে পড়ে আছি তোমার কাছেই।
এরপর তোমায় গড়বো আবার,
হৃদয়স্খলিত ভালোবাসা দিয়ে নতুন করে,
যাতে তুমি বুঝতে পার প্রচন্ড ভালোবাসার
সে কি সুখানুভূতি, প্রথম মৃত্যুর মধ্য দিয়ে!

আমি এখন অগণিত আত্মার হাহাকার শুনতে পাই,
ব্যর্থ প্রেমিক প্রেমিকার অস্ফুট কণ্ঠস্বরের কাতরতা
বার বার তীব্র আঘাত করে বিচলিত
করতে চায় আমাকে, কিন্তু পারে না।
আমার দৃঢ়তার কাছে এদের শক্তি তো নস্যি।

খোদার কাছে নতজানু হয়ে প্রার্থণা করি,
আমি যেন এমনই দৃঢ় থাকি,
তোমার প্রতি আমার মুগ্ধতায় যেন
চিরজীবন আবিষ্ট থেকে যেতে পারি।
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ