আমি আজ ও দৃষ্টি পাত করি
তোমার পানে
স্বপ্ন দেখি তোমায় নিয়ে
আপন করে কোন একদিন পাব বলে ।
কিন্তু বাস্তবতার সময় রেখা
মনে হয় আমায় জানিয়ে দেয়
তুমি আমায় অনেক দূরে ঠেলে
দিয়েছ মায়াবী হাসির ছলে ।
আমি জানি তুমি আমায়
যে কারন দেখিয়েছিলে
তা ছিল তোমার এক মায়াবী ছলনা
আমায় দূরে ঠেলে দেওয়ার ।
সেই কথা গুলো ছিল মিথ্যায় পরিপূর্ণ
এক সাজানো কল্প কাহিনী
সত্য হচ্ছে আমায় ভালোবাসোনি কখনো
করেছ শুধু উপহাস আর করুনা ।
আজ ও আমি তোমার পানে
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি
তুমি যে আমায় দেখে ও না দেখার
ভান করে চলে যাও অন্যদিকে
অথচ তোমার মুখে তখন থাকে
ঐ মায়াবী হাসির ঝলক ।
এ যেন আমার হৃদয় মাঝে
নতুন করে কষ্টের ডেউ বয়ে দেওয়া
তবুও আমি চেয়ে থাকি তোমার পানে
একটু খানি দেখব তোমায়
আর দেখব ঐ মায়াবী হাসি মাখা মুখ ।
SAR....27....5....2012......7..AM
Thumbnails managed by ThumbPress
৬টি মন্তব্য
মা মাটি দেশ
ভালবাসা এমনই কিছু চাইলে পাওয়া যায়না আর কিছু না চাইতেই মিলে যায়
জিসান শা ইকরাম
ইচ্ছে পুরন হোক
শুভ কামনা -{@
ছবি এড করতে কোন ভুল হয়েছে ।
যে কারনে লেখায় এলে ছবি দেখা যায় না ।
আপলোড ইমেজ এ ক্লিক করে , পিসি থেকে আপলোড করলেই হবে 🙂
আমার স্বপ্ন ও মনের কথা
”আমি আজ ও দৃষ্টি পাত করি
তোমার পানে
স্বপ্ন দেখি তোমায় নিয়ে
আপন করে কোন একদিন পাব বলে।”
অসাধারণ সুন্দর লেগেছে তবে সব কথা গুলই সুন্দর ছিল ।
অনেক সুন্দর হয়েছে ভাইয়া (y)
আদিব আদ্নান
মায়াবী হাসি মাখা মুখ অবশ্যই দেখবেন।
একটু অপেক্ষা করতে হবে ।
শুন্য শুন্যালয়
মায়াবী ছলনায় যে দূরে ঠেলে দেয় তার অপেক্ষায় থাকা কেনো? মায়াবী হাসি নিয়ে হয়তো কেউ আপনার অপেক্ষা করছে…
খসড়া
তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না
কোলাহল করি সারাদিনমান কারো ধ্যান ভাঙিব না।
নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকি গন্ধ বিধুর ধূপ।