তোমার তরে, প্রতি ভোরে

কামরুল ইসলাম ৬ জানুয়ারি ২০২০, সোমবার, ১০:৫৪:০৪পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

এতো ভাল লাগে কেন, ভালবাসতে তোমায় ~
আকাশের বুকে স্বপ্ন আঁকি, মিলে দুজনায় ~
দৃষ্টি যেন ফিরে না, তোমার হাসি মুখে ~
ছুঁয়ে যায় এই বুক, অজানা সুখে ~
অনন্ত নিশ্বাসে নিই, তোমার রেশমী চুলের ঘ্রাণ ~
মুগ্ধ হই, নিরব রই, জেগে উঠে ঘুমন্ত প্রাণ ~
চুঁই ছুই মন চায়, তোমার উষ্ণ অধর ~
প্রেম জাগে, ঘোর আবেগে, ফুটে উঠে অন্তর ~
হাতে হাত ধরে, ডোল ভাঙার তীরে, গোধুলী লগনে ~
অনন্ত কাল হাঁটি, এই স্বপ্ন আটি, সংগোপনে যতনে ~
পাখীর পালকে, ভালবাসার আলোকে, লিখি যেন দুটি নাম ~
একাত্মায় মিশে, কাশফুল উঠে হেঁসে, প্রকৃতি সুঠাম ~
প্রতি ভোরে, তোমার তরে, আমি উঠি ফুটে ~
তোমার ভালবাসা, আমার ভাগ্যে, আজীবন যেন জুটে ।।
~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০৬/০১/২০২০
চলন্ত পথে, ভৈরব ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ