তোমার জন্য( পর্ব ২)

জাহাঙ্গীর আলম অপূর্ব ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৮:০৫:০৪পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
  1. তুমি চাইলে আমি কার্তিকের শিশির দূর্বাঘাসের ওপরে পড়ব
  2. কোনোদিন তার হেরফের হবে না।
  3.  তুমি চাইলে আমি নজরুল সুকান্তের বিদ্রোহী হব,
  4. লড়ব সদা অন্যায় অবিচারের বিরুদ্ধে।
  5. তুমি চাইলে আমি বায়ু হয়ে চলব তোমার পাশে পাশে,
  6. কোনোদিন বিরক্ত বোধ করব না।
  7. তুমি চাইলে আমি বৃক্ষের শাখে ফুল হয়ে ঝরব
  8. কোনো দিন মনে কষ্ট নেব না।
  9. তুমি চাইলে আমি ঐ গগনে চন্দ্র তারা এনে দিতে পারি,
  10. কোনো দিন বলব না তা আানা দূর্লভ।
  11. তুমি চাইলে আমি পাতাল থেকে রত্ন তুলে আনতে পারি,
  12. কোনোদিন বলব না তা পাওয়া দুষ্প্রাপ্য।
৪২০জন ৩৪৬জন
9 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ