তোমার জন্য( পর্ব ১)

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩১ মার্চ ২০২১, বুধবার, ০৮:২৬:৫৭অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
  1. তুমি চাইলে আমি বিহগের মতো গগন পথে উড়তে পারি,
    বাঁধা আসলে তা উপেক্ষা করব।
    তুমি চাইলে আমি জোনাকির মতো আলো দিব
     যেখানে আলো নেই সেখানে।
    তুমি চাইলে আমি আজীবন তোমার কাছে পরাধীন থাকব,
    কোনো দিন স্বাধীন হতে চাইবো না,
    শুধু তোমাকে স্বাধীনতা দেওয়ার জন্য।
    তুমি চাইলে আমি বৃষ্টি হয়ে ঝরব অবিরাম,
    কোনো অবস্থায় থামবো না।
    তুমি চাইলে আমি সপ্ত পাথার জয় করব,
    হাজারো কষ্ট করে।
    তুমি চাইলে আমি জয়নুলের মতো রং তুলি দিয়ে ছবি আঁকব,
    সেই স্মরণীয় দিনগুলোর।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ