তোমার জন্যে

হালিমা আক্তার ৮ আগস্ট ২০২১, রবিবার, ১১:২৭:৫৩অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

 

তুমি আসবে, আগে বললে না কেন?
বললে কি হতো?
ওই কিছু একটা হতো,
কিছু একটা, সেটা আবার কী?
দক্ষিণা বাতায়নে মলিন পর্দাটা সরিয়ে নিতাম।
আর?
ভোরে শিউলিতলা থেকে
শিউলি ফুল কুড়িয়ে রাখতাম।
আর?
তোমায় বসতে দেবার জন্য
কাঠের পিড়ি গড়িয়ে নিতাম।
আর?
নলেন গুড়ের পায়েস করতাম ।
আর?
তৃষ্ণা মেটাতে
মাটির কলসে জল রাখতাম।
আর?
ক্লান্ত দেহে বিশ্রাম নিতে
শীতলপাটি বিছিয়ে রাখতাম।
আর?
শেওলা পড়া পুকুরটায়
ভাঙ্গা পাড় সারিয়ে নিতাম।
আর?
আর! সময় পেলে তোমায় নিয়ে
একটি কবিতা রচিতাম।

ছবি: নেট থেকে।

৬০৭জন ৪৮৯জন
7 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ