তোমার কথা ভেবে

সুপর্ণা ফাল্গুনী ২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৮:৫০:১৫অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

সকালের আলস্যতা কাটে তোমার কথা ভেবে;
ভোরের আচ্ছন্নতা কেটে বেলা আসে ,
শুধু তোমার কথা ভেবে।
দুপুরের ক্লান্তিতে সতেজতা ফিরে আসে-
তোমার কথা ভেবে।
বিকালের একাকীত্ব কাটে তোমার কথা ভেবে;
সন্ধ্যার স্নিগ্ধতা আসে তোমার কথা ভেবে।
রাতের আঁধার নামে তোমার কথা ভেবে।
নয়নের অশ্রু ঝরে তোমার কথা ভেবে।

মনের দীপ জ্বলে তোমার কথা ভেবে;
মুখে বুলির ফুলঝুরি ঝরে-
তোমার কথা ভেবে।
সারাদেহে আকুলতা জাগে-তোমার কথা ভেবে।
রাতের নিদ্রা ভাঙ্গে তোমার কথা ভেবে।
স্বপ্নের মাঝে মন চায় হারাতে-তোমার কথা ভেবে;
সুখে অনাবিল আনন্দ জাগে-তোমার কথা ভেবে।
চোখের সব ভাষা বলে তোমার কথা ভেবে।
পথ চেয়ে সময় কাটে তোমার কথা ভেবে;
নিশুতি রাত ভোর হয় তোমার কথা ভেবে।
তুমি যে আমার দেবতা, ঈশ্বর- প্রাণের চেয়ে প্রিয়।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ