তোমার ওই কণ্ঠ আমার জীবন ফিরিয়ে দেয়

সীমা সারমিন ২০ সেপ্টেম্বর ২০১৩, শুক্রবার, ০৯:৪২:১৯অপরাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

জানিনা তুমি বিশ্বাস করবে কিনা
আর তুমিই বা বিশ্বাস করবে কিভাবে
আমিতো নিজেই বিশ্বাস করতে পারছি না,
বর্তমান যুগের ভালবাসা কি কখনো এমনটি হয়,
আর শুধু বর্তমান যুগেই বলছি কেন,
আদিযুগে কখনো কি এমনটি হয়েছিল?
হয়েছিল শুধু কল্প কাহিনীতে।

আমি বুঝতে পারছিনা কিভাবে এমন হল
মনে হয় তুমি আমার হাজার বছরের পরিচিত।

যখন তোমাকে কষ্ট দেই, তোমার উপর রাগকরি
অথবা তোমার বিরুদ্ধে কোন কথা শুনতে পাই
তখন মনে হয় কেউ যেন আমার কলিজায়
কাটা দিয়ে খুচ্রিয়ে খুচ্রিয়ে ক্ষত তৈরি করছে।
সারা শরীর আমার শীতল হয়ে আসে
হাতপা প্রচুর পরিমাণে কাঁপতে শুরু করে।
দাড়াতে পারিনা,হাত দিয়ে কিছু ধরতে পারিনা।
মাথা ঝিম মেরে আসে, ঠিক যেমনটি কেউ গলায় দড়ি দিয়ে
আত্মহত্যা করার সময় অনুভব করে,
মনে হয় আত্মাটা বোধহয় এক্ষুনি শরীর ত্যাগ করবে।

তারপর যখন আমার কাছে মনে হওয়া তোমার ওই
অমৃতের মত কণ্ঠ শুনতে পাই,তখন মনে হয় যেন আমি
সদ্য আমার জীবনটা ফিরে পেলাম।
-----সীমা সারমিন-----
২০-০৯-২০১৩ইং
রাত ৯.৩০

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ