তোমার শহরে

সুপর্ণা ফাল্গুনী ১১ জানুয়ারী ২০২১, সোমবার, ১২:০০:১৮পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

তোমার শহরে ফাগুনের ইন্দ্রধনু,
আমার শহরে কালবৈশাখীর ধূসরতা।

তোমার শহর সুকন্ঠী পাখির কলকাকলিতে মুখরিত,
আমার শহর শকুন, চিল আর কাকের ছড়াছড়িতে অতিষ্ঠ।

তোমার শহরে দক্ষিণা মলয়ের সুমিষ্ট লহরী,
আমার শহরে পঁচা লাশ, ধর্ষন আর ক্ষুধার্তের প্রলয় বাঁশরী।

তোমার শহরে ভালোবাসারা করে লুটোপুটি,
আমার শহর ঘৃণা, ক্রোধ আর লোভের বেসাতি।

তোমার শহরে হ্যামিলনের বাঁশির সুর ব্যঞ্জণ,
আমার শহরে বেহালার করুণ আর্তনাদ।

তোমার শহর নির্মল, সৌন্দর্য, পবিত্রতার দীপ্তি,
আমার শহর বয়ে বেড়ায় কলঙ্কিত রজনী।

তোমার শহরে বৃষ্টি ঝরে শীতল পরশে,
আমার শহর চৈত্রের খরতাপে চৌচির

তোমার শহরে ঝাড়বাতির আতশবাজি,
আমার শহরে অমাবস্যার আঁচল পাতা।

তোমার শহরে চিরসবুজের বনানী ,
আমার শহরে নিত্য সাইমুম করে লন্ডভন্ড।

তোমার শহর সুন্দরের পূজারী,
আমার শহর তোমায় খুঁজে পূজার ছলে।

 

ছবি-গুগল

রচনাকাল- ৫ই জানুয়ারী ২০২১

৭৪৩জন ৫২৭জন
21 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ