
তোমার শহরে ফাগুনের ইন্দ্রধনু,
আমার শহরে কালবৈশাখীর ধূসরতা।
তোমার শহর সুকন্ঠী পাখির কলকাকলিতে মুখরিত,
আমার শহর শকুন, চিল আর কাকের ছড়াছড়িতে অতিষ্ঠ।
তোমার শহরে দক্ষিণা মলয়ের সুমিষ্ট লহরী,
আমার শহরে পঁচা লাশ, ধর্ষন আর ক্ষুধার্তের প্রলয় বাঁশরী।
তোমার শহরে ভালোবাসারা করে লুটোপুটি,
আমার শহর ঘৃণা, ক্রোধ আর লোভের বেসাতি।
তোমার শহরে হ্যামিলনের বাঁশির সুর ব্যঞ্জণ,
আমার শহরে বেহালার করুণ আর্তনাদ।
তোমার শহর নির্মল, সৌন্দর্য, পবিত্রতার দীপ্তি,
আমার শহর বয়ে বেড়ায় কলঙ্কিত রজনী।
তোমার শহরে বৃষ্টি ঝরে শীতল পরশে,
আমার শহর চৈত্রের খরতাপে চৌচির
তোমার শহরে ঝাড়বাতির আতশবাজি,
আমার শহরে অমাবস্যার আঁচল পাতা।
তোমার শহরে চিরসবুজের বনানী ,
আমার শহরে নিত্য সাইমুম করে লন্ডভন্ড।
তোমার শহর সুন্দরের পূজারী,
আমার শহর তোমায় খুঁজে পূজার ছলে।
ছবি-গুগল
রচনাকাল- ৫ই জানুয়ারী ২০২১
২২টি মন্তব্য
তৌহিদ
জাগতিক অনেককিছুইই সহজে ধরা দেয়না। এপারের কান্না ওপারের হাসি মনে হতেই পারে। তবে যারা প্রহসন করে তাদের এড়িয়ে যাওয়াই উত্তম। এতেই রহিত সুখ।
সুন্দর লেখা দি ভাই। শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকে অভিনন্দন ভাইয়া প্রথম মন্তব্যের জন্য 🌹🌹। জাগতিক চাওয়া পাওয়া থাকবেই কোনোটা ধরা দেয়, কোনোটা দেয় না। তবে প্রহসনের খেলা খুব খারাপ লাগে। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরন্তর শুভকামনা
আলমগীর সরকার লিটন
কাব্যপাঠে নতুনত্ব পেলাম কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ কামনা রইলো অহর্নিশি
জাহাঙ্গীর আলম অপূর্ব
অতীব ভাবগাম্ভীর্য পূর্ণ প্রকাশ
পড়ে ভালো লাগল
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে। ভালো লাগলো জেনে ভালো লাগলো। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভকামনা অবিরাম
পপি তালুকদার
তোমার শহর টা সকল সৌন্দর্যের আধার। আমার শহর টা বিষাদের অভয়ারণ্য। কবিতায় মুগ্ধতার ছাপ স্পষ্ট!! শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
দিদির মন্তব্য অনেক দিন পর পেলাম 💓💓। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
রোকসানা খন্দকার রুকু
তারশহর আনন্দ আর জৌলুসে ভরা হলেও আমার শহরটাই বেশি ভালো লাগলো। সুন্দর কবিতা দিদিভাই।❤️❤️🥰🥰
সুপর্ণা ফাল্গুনী
আহ্! তাই নাকি আপু? অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। 💓💓💓💓 ভালোবাসা অবিরাম 🌹🌹
সাখাওয়াত হোসেন
সুখ-দুঃখ পাশাপাশি বসবাস করে। দুঃখ আছে বলেই সুখের মহিমা বুঝা যায়। আসলে সুখী হওয়া নিজস্ব মানসিক ব্যাপার। এইযে যেমন আমি আপনার কবিতায় মন্তব্য করার সুযোগ পেয়ে নিজেকে সুখী মনে হচ্ছে।
ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
আহা মরি মরি! ভাইয়া কি যে বললো। শরমে মরে যাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য, সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন সবসময়। শুভ কামনা নিরন্তর
মনির হোসেন মমি
কবিতা মনে হয় পড়েন নাই আপু……নদীর এপাড় কহে ……..।। তাছাড়া অন্যের জিনিস সব সময়ই ভাল হয়। ভাল মন্দ মিলিয়েই জীবন। তবুও কবিতায় ১০০% দিলাম।
সুপর্ণা ফাল্গুনী
পড়েছি ভাইয়া। তবুও মাঝে মাঝে মনে হয় ওপাড়ে সব সুখ আমার বিশ্বাস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ কামনা অফুরন্ত
রেজওয়ানা কবির
আমাদের এপার আর ওপার আপি,,,,,
তোমার শহর ভরা শুধু অন্যায় অনাচার,
আমার শহরে দেখ,ভালোবাসা আর ন্যায় বিচার।
কারন আমার শহরের মানুষের মনুষত্বকে তারা বাঁচিয়ে রাখে।
কবিতার মাঝে জাগতিক বিষয়গুলো কে খুব ভালো ভাবে উপলব্ধি করলাম। ভালো লাগল আপু।ভালোবাসা রইল।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার, সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপু। অনেক ভালো লাগলো। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন সতত
আরজু মুক্তা
কবিতায় বিপরীত ভাবনা চমৎকার ভাবে ফুটে উঠেছে। সবসময় অন্যদেরটাই সুখের আধার মনে হয় অথচ নিজের ঐটুকুর মাঝে সুখ খুঁজে পাওয়াই আদর্শ।
শুভকামনা দিদি
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর করে বললেন আপু। এটাই আসলে হবার কিন্তু আমরা ভাবছি উল্টো। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত
বোরহানুল ইসলাম লিটন
নিঃসন্দেহে অসামান্য প্রিয় কবি।
বিস্তর ফারাক চিত্রিত হয়েছে কবিতায়।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য করেছেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
প্রদীপ চক্রবর্তী
জাগতিক আর বাস্তবিকতার মেলবন্ধনে যথার্থ বহিঃপ্রকাশ, দিদি।
এমন ব্যতিক্রম ভাবনায় কবিতা অনুভাবী হয়ে ওঠে।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর