তোমাতে আচ্ছন্ন হয়ে

রিমি রুম্মান ১৮ ফেব্রুয়ারি ২০১৪, মঙ্গলবার, ১২:৪৬:৪৪অপরাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

তোমাকে আগেও দেখেছি কতো
ভীষণ অচেনা ছিলে তখন
অচেনা বলে এড়িয়ে গিয়েছি কতো যুগ
তুমি নিরাশ হওনি তবুও, একফোঁটাও
ফিরে ফিরে এসেছো কেবলই আমার দ্বারে
অতঃপর, কিসে কেমন করে কি হলো ?

হঠাৎ একদিন যখন আকাশের খররৌদ্র নিস্তেজ হয়ে পড়েছিলো
গোধূলির রক্তিম আভা ছড়িয়ে সন্ধ্যার আকাশে চাঁদের আবির্ভাব
চেয়ে দেখি আকাশ ভরা অনন্ত নক্ষত্রবীথি
ওখানেই আবিষ্কার করি স্নিগ্ধ হাসি খেলে যাওয়া মায়াময় মুখখানি
মনে হলো যেন তাকে যুগ যুগ ধরে চিনি, জন্মজন্মান্তর ধরে চিনি।

অতঃপর, একাকী হেঁটে চলি চাঁদের দিকে
চোখে মুখে বিন্দু বিন্দু স্বপ্ন নিয়ে
নিঃশ্বাসের সাথে, বিশ্বাসের সাথে
তোমার খুব কাছে, একেবারে গায়ে গা ঘেঁসে
কোন এক নৈঃশব্দ্যের দিকে
তোমাতে আচ্ছন্ন হয়ে।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ