তোমাকে দেখার অপেক্ষায়

রেজওয়ানা কবির ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১১:৩৬:২৩অপরাহ্ন চিঠি ২০ মন্তব্য

আমার রোদ,

কতদিন তোমাকে দেখি না,তুমি জানো,এই শীতে লেপ,কাঁথা,কম্বলের উসুম উসুম উস্নতা স্বত্বেও তোমাকে আমি মিস করি। তোমার তীব্র ক্ষরতায় গাঁ ভাসাতেই আমার খুব ভালো লাগে। এই শীত এসে যাওয়াতে তোমায় আরও বেশি করে মনে পরছে। তোমার আর শীতের কারনে আমি নিজেই তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি, যখনি আমি তোমাকে ছুঁতে যাই ঠিক তখনি শীত এসে বাগরা বাঁধায়, তখন নিজেকে খুব একা লাগে,মনে হয় আমি বুঝি বিষাক্ত বাতাসে নিজেকে হারিয়ে ফেলেছি। জানো রোদ,যখন সকালে তুমি একটুখানি আকাশে দেখা দেও তখন এই শীতে খুব প্রশান্তি লাগে,মনে হয় তোমার মাঝের সব ভিটামিন ডি একাই খেয়ে ফেলি। তুমি যখন তোমার হালকা আভা ছড়াও তখন বারান্দায় গাছগুলোর সাথে আমি নিরবে কথা বলি হাতে থাকে এক কাপ কফির মগ। অলস দুপুরেও তোমাকে দেখার আশায় বারান্দার ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে ফোনে জোড়ে রবীন্দ্রসঙ্গীত শোনার ফিলিংস ও কিন্তু দারুন আমার। বিকেলেএ স্নিগ্ধ আলোতেও তোমার অনুভূতি আমি ভীষনভাবে টের পাই। কিন্তু ইদনীং তোমার দেখা পাওয়া ভার, তাই তোমাকে আজ লিখছি কাছে পাওয়ার আশায়।তোমাকে দেখার তৃষ্ণায় দুচোখ আমার খাঁ খাঁ করছে। আমি প্রতিদিন ভোরে জেগে উঠি শুধু তোমাকে দেখার আশায়। ভালো থেক, আশা করি খুব শীঘ্রই দেখা হবে কোন এক কাননে, আমি সেই দিনের অপেক্ষায়।❤️❤️❤️।

শেষ করছি একটা গানের লাইন দিয়ে

'কেন রোদের মতো হাসলে না?
আমায় ভালোবাসলে না?
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
এই মন কেমনের জন্মদিন...

চুপ করে থাকা কঠিন। 
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।

তোমার অচেনা পথিক

 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ