গতকাল এই উঠোনে আমার অভিষেক হলো পেঁয়াজ কাহিনীর মাধ্যমে,আজ অনেক পুরোনো একটা ঘটনাকে নতুন ভাবে একটু তুলে ধরার চেষ্টা আর কি

সন ২০০০ ,স্থান: ঝালকাঠি, সময়: ঠিক মনে নেই

আমার নানু বাড়ি ঝালকাঠিতে,আর নানুর বাসার সামনে অনেক গুলো দোকান ভাড়া দেওয়া ছিলো ,তার মধ্যে  অন্যতম ছিলো দুলাল কাকার দোকান, অনেক মজার সব চকলেট তখনকার সময়ে ওই দোকানে পাওয়া যেত,তার এক ভাইয়ের ছেলে ছিলো নাম তার রনি,সে আমাকে অনেক ভালো জানতো,আর আমি তখন একটু উরাধুরা ছিলাম কারো কথা শুনতাম না,সবার চোখ আমার দিকে থাকতো,তো একদিন রনি ভাই আমাকে বললো রাকা তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি বললাম কি কথা ভাই?তখন আমায় বললো তোমাকে কিন্তু ইদানিং সবাই ফলো মি (follow me),আমি প্রথমে ঠিক বুঝলাম না আমি আবার জিজ্ঞেস করলাম কি বললে ভাই?বোঝো নায় তুমি তোমাকে কিন্তু ইদানিং সবাই ফলো মি সো বি কেয়ারফুল, অর্থাৎ আমাকে কিন্তু ইদানিং সবাই তাকে ফলো করে সুতরাং একটু সাবধান,তো আমি শেষের কথাটা বুঝেছিলাম যে so be careful,আমার কষ্টটা আজ পর্যন্ত তাকে আর বলতে পারলাম না, যে আমাকে সবাই কেনো তাকে follow করে ???রনি ভাই কোথায় আছে তা জানিনা!তাই সেই থেকে এই কথার জন্য আমিও রনি ভাইকে follow me

 

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ