
তোমাকে অভিবাদন নাওমি ওসাকা তোমাকে অভিবাদন।
তোমাকে অভিনন্দন হৃদয় নিংড়ানো ভালবাসায়
তোমাকে অভিনন্দন US Open জয়ী বীরের মর্যাদায়
তোমাকে অভিনন্দন নিপীড়িত জনতার উষ্ণ মমতায়
তোমেকে অভিনন্দন এলিট সাম্রাজ্যে তোমার দাম্ভিক পদচারণায়।
সাড়া বিশ্বের টেনিস প্রেমীরা আজ মুখরিত তোমারি বন্দনায়।
টেনিস সম্রাজ্ঞী স্টেফীগ্রাফ আর সেরেনার পাশাপাশি
তোমার নাম উচ্চারিত হয় উদীয়মান উজ্জ্বল তারকায়
উনিশ বছর বয়সে যখন তোমার স্বপ্নের রানী সেরেনার মুখোমুখি হয়েছিলে
তখন আটলান্টিক মহাসাগরে উঠেছিল সেরেনার স্বপক্ষে ঝড়।
তুমি বুক চেতিয়ে চালিয়েছিলে ব্যাট মহাসাগরের গর্জন উপেক্ষা করে।
শত উষ্কানী আর দাম্ভীকতাকে চুর্ণ করে
যখন তোমার স্বপ্নের কাপ মাথার উপর তুলে ধরলে
বিশ্ব তোমায় আলিঙ্গন করে নতুন টেনিস সম্রাজ্ঞী বলে।
তুমি আজ শুধু টেনিস সম্রাজ্ঞী নও
মানবতাবাদী এক উজ্জ্বল প্রতিমুর্তি।
বর্ণবাদের বিরুদ্ধে তোমার ছান্দিক পদচারণায়
আজ বিশ্ববিবেক নাড়া দিয়ে যায়।
করোনাজয়ী কাপড়ের মাস্কে ফুটে উঠে
তোমার অপরূপ স্বর্গীয় চেতনায়
তোমার মুখাবয়বে ফুটে উঠে এক একটি নাম প্রতিটি খেলায়
মানবতার বিজয়ের এক একটি মোহনায়।
সাত ম্যাচে সাতটি মাস্কে সাতটি সোনালী নামে
উৎসর্গ করেছো তোমার বীর বিজয়ী ঠিকানায়
কি সুন্দর এক গুচ্ছ থোকা থোকা নাম।
Brconna Taylor
Elijah Mc. Clean
Ahmaud Arbery
Trayvan Martin
George Floyd
Philando Castle
সবশেষে চ্যাম্পীয়নশীপ ম্যাচ উৎসর্গ করেছো
বার বছরের টগবগে বালক Tasmir Rice কে।
যাকে হত্যা করে খেলনা বন্দুক নিয়ে খেলার ছলে।
ওসাকা তুমি চ্যাম্পীয়ন ম্যাচে ১ম সেট হারার পরও
পচিঁশ বছরের ইতিহাস ভেঙে যখন ঘুরে দাঁড়িয়ে
কাপটি মাথার উপর তুলে ধরেছো বীরের মর্যাদায়
আমার রাত জাগাটা সার্থক হয়ে যায়।
ঐ সোনালী কাপে যখন এঁকে দাও চুমু
Tasmir Rice এর আত্নাটা শান্তি পায়।
ওসাকা, তোমার নামটা ভেসে উঠে জ্বলজ্বলে তারায়
তোমার পিছনে পত পত উড়া সাদা জমিনে আঁকা
উদীয়মান লাল সূর্যের শোভিত পতাকায়।
২৯টি মন্তব্য
মনির হোসেন মমি
অভিনন্দন সর্বো বিজয়ী ওসাকা।হার না মানা ওসাকা বিশ্বকে দেখিয়ে দিল মনে জিদ থাকলে হেরে যাওয়ার শেষ মুহুর্তেও জয় ছিনিয়ে আনা সম্ভব। চমৎকার কাব্য লতায় ওসাকার বিজয়ী অধ্যায় আকঁলেন।
সুপায়ন বড়ুয়া
যাক মমি ভাইকে পেলাম
খেলাটা দেখে উপভোগ করেছে।
এ খেলাটা শিখিয়েছে কিভাবে
হারার আগে হারতে নেই
ইচ্ছা শক্তিতে জিততে হয়।
ধন্যবাদ। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
আমরাও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কবি দা
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
সুযোগ পেলে খেলাটা দেখে নিয়েন।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
বাহ্ চমৎকার ভাবে অভিনন্দন জানানো। চমৎকার লিখেছেন দাদা। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো ওসাকার জন্য
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
খেলার পাশাপাশি কিভাবে একজন প্রতিশ্রতিশীল খেলোয়ার বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে
শান্তিরপূর্ণ উপায়ে। না দেখলে বুঝা যাবে না।
স্যালুট ওসাকা।
শামীম চৌধুরী
অভিনব পন্থায় অভিনন্দন জ্ঞাপন।
আমি সাবলীল ভাবে জানাই অভিনন্দন নওমি
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
খেলার পাশাপাশি কিভাবে একজন
প্রতিশ্রতিশীল খেলোয়ার বর্ণবাদের বিরুদ্ধে
কিভাবে প্রতিবাদ করতে পারে শান্তিরপূর্ণ উপায়ে।
না দেখলে বুঝা যাবে না।
স্যালুট ওসাকা।
সুযোগ পেলে দেখে নেবেন।
শুভ কামনা স
সুপর্ণা ফাল্গুনী
দাদা খুব সুন্দর হয়েছে। বিশ্বজয়ী নারীকে নিয়ে এমন অভিনন্দন পোষ্ট প্রশংসার দাবি রাখে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুক সবাই। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
এ খেলাটা শিখিয়েছে কিভাবে
হারার আগে হারতে নেই
ইচ্ছা শক্তিতে জিততে হয়।
বর্ণবাদের বিরুদ্ধে কিভাবে
লড়তে হয়। পারলে খেলাটা দেখে নিবেন।
ধন্যবাদ। শুভ কামনা।
ইঞ্জা
কবিতায় অভিনন্দন দিলেন নান্দনিক ভাবে, চমৎকার হয়েছে দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
খেলার পাশাপাশি কিভাবে একজন
প্রতিশ্রতিশীল খেলোয়ার বর্ণবাদের বিরুদ্ধে
প্রতিবাদ করতে পারে শান্তিরপূর্ণ উপায়ে।
না দেখলে বুঝা যাবে না।
স্যালুট ওসাকা।
সুযোগ পেলে দেখে নেবেন।
শুভ কামনা
ইঞ্জা
হাঁ দাদা বিষয়টি আমিও জানি।
শবনম মোস্তারী
নাওমি ওসাকাকে অভিনন্দন! কবিতা অনেক সুন্দর হয়েছে দাদা।
সুপায়ন বড়ুয়া
আপুকে ধন্যবাদ জানাই আমার লেখায়
প্রথম মন্তব্যের জন্য।
খেলার পাশাপাশি কিভাবে একজন
প্রতিশ্রতিশীল খেলোয়ার বর্ণবাদের বিরুদ্ধে
প্রতিবাদ করতে পারে শান্তিরপূর্ণ উপায়ে।
না দেখলে বুঝা যাবে না।
স্যালুট ওসাকা।
সুযোগ পেলে দেখে নেবেন আপু।
শুভ কামনা।
ফয়জুল মহী
অভিনন্দন । শুভেচ্ছা
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য।
শুভ কামনা।
আরজু মুক্তা
কাব্যিক উপায়ে ওসাকাকে অভিনন্দন জানানো অনেক মনোমুগ্ধকর হয়েছে।
ওসাকাকে স্যালুট।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
নাওমি ওসাকাকে স্যালুট জানাই। বর্ণবাদ বিরোধী তার কর্মপন্থাটি খুবই ভালো লেগেছে আমার। আপনিও কবিতার মাধ্যমে পুরো জিনিসটি ফুটিয়ে তুলেছেন দেখে আপ্লুত হলাম দাদা। ধন্যবাদ আপনার প্রাপ্য।
শুভকামনা সবসময়।
সুপায়ন বড়ুয়া
শুরু থেকেই সে লড়াই করে যাচ্ছে।
তার জন্য বার বার প্রশ্নের মুখামুখি
হওয়ার পরও দমাবার পাত্র নয়।
হারতে হারতে কিভাবে জিততে হয়
তাও সে দেখিয়ে দিয়েছে।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর ,
অর্ধেক তার আনিয়াছে নারী অর্ধেক তার নর**।
যা কিছু আজ সৃষ্টি করেছে নারী
রয়েছে পাশে দিয়েছে বাহবা কিছু পুরুষ
না হলে কি তাঁরা এগুতে পারে”?
আপনার মত চেষ্টা করলাম।
শুভ কামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন আপু।
সবসময় পাশে থেকে করোনাকালে দর্শক শুন্য ম্যাচে
উৎসাহ দিয়ে গেলাম।
যাতে তার বর্ণবাদ বিরোধি অভিযান ও কমিটমেন্ট সফল হয়।
ভাল থাকবেন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
এখানে টেনিস প্রেমী এক ভাই আছে জেনে সত্যই ভাল লেগেছে।
ত্রিশ বছর টেনিস খেলে ডাক্তারের পরামর্শে টেনিস কে বিদায় বলেছি।
নুতন চ্যাম্পিয়ন কে অবশ্যই অভিনন্দন, অনেক পথ তিনি যেন পাড়ি দিতে পারেন তা দেখার অপেক্ষা মাত্র।
থিমের এপিক জয়ে আমি বেশি আনন্দিত, এবারে আমি তাঁর পক্ষে ছিলাম।
সুপায়ন বড়ুয়া
ওয়াও ! ধন্য মোরা ধন্য।
টেনিস খেলোয়ার ভাইয়ের জন্য।
৩০ বছর খেলে প্রমান করলেন আপনি একজন জাত খেলোয়ার।
আপনাকে ও উষ্ণ অভিনন্দন !
সাথে থিমকেও।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
নাওমি ওসাকার পাশাপাশি মানবতার স্তুতির জন্য ধন্যবাদ দাদা আপনাকে।
সুপায়ন বড়ুয়া
খুশী হলাম জেনে।
কবি বলে কথা
তাই তো তিনি
ধরতে পারেন
আমার মনের ব্যাথা।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।
Jasim uddin
অভিনন্দন বার্তা যে এত সুন্দর হয় এই পোস্টটি দেখে বুঝতে পারলাম। এত সুন্দর লেখার জন্য আপনাকে অভিনন্দন
সুপায়ন বড়ুয়া
সোনেলায় স্বাগতম
ও প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
খেলার পাশাপাশি কিভাবে একজন ৩য় বিশ্বের
প্রতিশ্রতিশীল খেলোয়ার বর্ণবাদের বিরুদ্ধে
প্রতিবাদ করতে পারে শান্তিরপূর্ণ উপায়ে।
না দেখলে বুঝা যাবে না।
স্যালুট ওসাকা।
শুভ কামনা।