তোমাকে অভিবাদন নাওমি ওসাকা !

সুপায়ন বড়ুয়া ১৪ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ০৩:২১:৫৮অপরাহ্ন শুভেচ্ছা ২৯ মন্তব্য

তোমাকে অভিবাদন নাওমি ওসাকা তোমাকে অভিবাদন।

তোমাকে অভিনন্দন হৃদয় নিংড়ানো ভালবাসায়

তোমাকে অভিনন্দন US Open জয়ী বীরের মর্যাদায়

তোমাকে অভিনন্দন নিপীড়িত জনতার উষ্ণ মমতায়

তোমেকে অভিনন্দন এলিট সাম্রাজ্যে তোমার দাম্ভিক পদচারণায়।

সাড়া বিশ্বের টেনিস প্রেমীরা আজ মুখরিত তোমারি বন্দনায়।

টেনিস সম্রাজ্ঞী স্টেফীগ্রাফ আর সেরেনার পাশাপাশি

তোমার নাম উচ্চারিত হয় উদীয়মান উজ্জ্বল তারকায়

উনিশ বছর বয়সে যখন তোমার স্বপ্নের রানী সেরেনার মুখোমুখি হয়েছিলে

তখন আটলান্টিক মহাসাগরে উঠেছিল সেরেনার স্বপক্ষে ঝড়।

তুমি বুক চেতিয়ে চালিয়েছিলে ব্যাট মহাসাগরের গর্জন উপেক্ষা করে।

শত উষ্কানী আর দাম্ভীকতাকে চুর্ণ করে

যখন তোমার স্বপ্নের কাপ মাথার উপর তুলে ধরলে

বিশ্ব তোমায় আলিঙ্গন করে নতুন টেনিস সম্রাজ্ঞী বলে।

তুমি আজ শুধু টেনিস সম্রাজ্ঞী নও

মানবতাবাদী এক উজ্জ্বল প্রতিমুর্তি।

বর্ণবাদের বিরুদ্ধে তোমার ছান্দিক পদচারণায়

আজ বিশ্ববিবেক নাড়া দিয়ে যায়।

করোনাজয়ী কাপড়ের মাস্কে ফুটে উঠে

তোমার অপরূপ স্বর্গীয় চেতনায়

তোমার মুখাবয়বে ফুটে উঠে এক একটি নাম প্রতিটি খেলায়

মানবতার বিজয়ের এক একটি মোহনায়।

সাত ম্যাচে সাতটি মাস্কে সাতটি সোনালী নামে

উৎসর্গ করেছো তোমার বীর বিজয়ী ঠিকানায়

কি সুন্দর এক গুচ্ছ থোকা থোকা নাম।

Brconna Taylor
Elijah Mc. Clean
Ahmaud Arbery
Trayvan Martin
George Floyd
Philando Castle

সবশেষে চ্যাম্পীয়নশীপ ম্যাচ উৎসর্গ করেছো

বার বছরের টগবগে বালক Tasmir Rice কে।

যাকে হত্যা করে খেলনা বন্দুক নিয়ে খেলার ছলে।

ওসাকা তুমি চ্যাম্পীয়ন ম্যাচে ১ম সেট হারার পরও

পচিঁশ বছরের ইতিহাস ভেঙে যখন ঘুরে দাঁড়িয়ে

কাপটি মাথার উপর তুলে ধরেছো বীরের মর্যাদায়

আমার রাত জাগাটা সার্থক হয়ে যায়।

ঐ সোনালী কাপে যখন এঁকে দাও চুমু

Tasmir Rice এর আত্নাটা শান্তি পায়।

ওসাকা, তোমার নামটা ভেসে উঠে জ্বলজ্বলে তারায়

তোমার পিছনে পত পত উড়া সাদা জমিনে আঁকা

উদীয়মান লাল সূর্যের শোভিত পতাকায়।

৮৫০জন ৫৪৬জন
30 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ