তোমাকেই খুঁজি

হালিম নজরুল ৭ মার্চ ২০২০, শনিবার, ১২:৩৩:২০অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

আজ খুঁজি ফের জনক তোমাকে বাংলার মাঠে ঘাটে
বিপ্লবী মহা -সংগ্রামী সেই একাত্তরের ঠাটে।
আজো হায়েনায় উল্লাস করে তোমার সোনার দেশে
ঘাতক শকুন ও শিকারী কুকুর বেড়ায় হেসে হেসে।
তোমার আঙ্গুলি এনে দিয়েছিল স্বাধিকার স্বাধীনতা
বলেছিলে "দেব রক্ত তবুও মানবোনা অধীনতা।
হুকুম দেবার নাও পারি যদি সামনে এগিয়ে যাও
দুর্গ বানাও শহর নগর, দুর্গ সোনার গাঁও।"
তোমার পরশে লড়তে শিখেছি,বাঁচতে শিখেছি রোজ
দুর্দিনে মহাদুর্যোগে পিতা তোমাকেই করি খোঁজ।
যুদ্ধ আবারও যুদ্ধ হবেই আনবোই জয় ছিনে
তিরিশ লক্ষ প্রানের বদলে যেসব দিয়েছো কিনে।

***-------------------------------------------***

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ