তেত্রিশ বছর আসুক

বন্যা লিপি ২ ফেব্রুয়ারি ২০২২, বুধবার, ০৩:৪৩:৩৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

প্রজাপতি উড়ে গিয়ে বলনা

আমি নই তার হাতে খেলনা

- আহারে!

: গানটা ভালো লাগে

- আমারো

: আমি সেই ছোটবেলায় শুনেছি।

আজ আবার ডাউনলোড করলাম

- আপনি বড় হয়ে গেছেন?

: আগের চেয়ে একটু হয়েছি।

আপনি তো অনেক বড়!

- অ---নে---ক বড়, সরি, ভুল হলো। বেড়ে উঠেছি, বড় হইনি এখনো।

: গানটা যখন শুনেছি তখন বয়স  ছিলো ৮/৯ বছর।।তখন ডিভিডি+ সাদাকালো টিভি ছিলো।এখন ২২। একটুও কি বড় হইনি?

- ২২- মাত্র?

: আর কতটুকু?

- আহহারে....আরো বেড়ে উঠুন।  বড় হয়ে যাবেন একদিন।

: সেটা কবে?

একদিন তো রোজ আসে।

রোজ তো সূর্য ঊঠে। শহরের বুকে রোজ ই তো ট্রাফিক জ্যাম থাকে।

আমি আর কত বড় হবো?

কবে আসবে সেই দিন?

- তেত্রিশ বছর আসুক!

সেদিন প্রশ্নটা নিজেকেই নিজে করে দেখবেন।

: আমি সুনীল নই

- প্রতিটা মানুষ সুনীল।

প্রশ্নটা সবার জন্য। উত্তরটা কে পেয়েছে কবে? আমি জানিনা

: উত্তর লাগবেনা।

আমি মনে করি বড় হচ্ছি এবং হয়েছি।

বয়স বাড়ছে।

- তাহলে আর কী?

আপনি উত্তরটা পেয়ে গেছেন.....  শুভ কামনা।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ