তৃপ্ত দিনে তৃষিত প্রাণ

সঞ্জয় মালাকার ২০ জুলাই ২০২২, বুধবার, ১১:৪৩:৪০অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

তুমি বিশ্ব মানবের আস্থা

তৃপ্ত দিনে তৃষিত প্রান

শরীর বলছেনা কথা,

রোদে পোঁড়ার স্বভাব হলো

দিন মানবের ব্যথা!

শরীর বলে বিশ্রাম নাও

সময় বলে না,

কে ভুলাবে ক্ষুধার জ্বালা

তোমার শূন্যতা!

আমি বলি বলছ ঠিকই

সুখ তো কর্মস্হানে,

যতই গরম আসুক না কেন

লাজ ভুলিয়ে কাজটাই যে মানে।

বিশ্ব জুড়ে হচ্ছে কি,

ধ্বংস পথে মানব সৃষ্টি,

হিংসা দ্বন্দ/ বন্দী – কয়েদি

দুঃখী / সুখী/ কর্মস্হানে সকল সস্থি।

 

২০০জন ১৯৮জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ