সর্ব শেষ সর্ব বেশ

তালকে তাল তিলকে তিল

নয় কোন উল্টো

কারনে অকারনে রেখো সামজ্জস্য।

কবিতা না পদ্য

গল্প না গদ্য

হউক না জানা অল্প অল্প

তবুও লেখা চাই দৃঢ় কপ্ল।

ভাষার মাঝে আমি নই বিজ্ঞ

অজ্ঞতা জানার আগ্রহে হবো অভিজ্ঞ

তোমরা লিখবে লিখুনির ভাজেঁ ভাজেঁ

আমি শুধু তীক্ষ্ন দৃষ্টিতে  জ্ঞান করব আহরণ।

লজ্জিত লজ্জা দুটোই সমান মর্মতার

ডুবতে চাই জ্ঞান লজ্জার সাগরে

মুক্ত নাহি পাই ঝিনুকতো পাবো

ঝিনুকের মাঝে শব্দের রস খুজে নিবো।

পাছে কিংবা সামনের লোকে কিছু বলে

করি না পরোয়া যে যা বলুক

বরাবর বে-হায়া হবো জ্ঞান অর্জনে

ইসলামে কয় জ্ঞান আহরণও ফরজ।

জম্মেছি তেলাল্লিশটি বছর গত

মাঝে ঘুমিয়েছি একুশটি বছর

বাকী বছরগুলো হলো সারা দূরন্তপনা আর শিক্ষার মাঝে

নেইতো বাকী আর মৃত্যুর বছরের দুয়ারে যেতে।

মন্তব্য নিঃষ্প্রয়োজন ভাল কি মন্দ

নই আমি কবি সাহিত্যিক, কি জনপ্রিয়

আমি অতি সাধারন লিখি লাইভ মাটির মানুষ

আমাকে করো না ভাই কেহ, মনে ব্যাক্তি অপ্রিয়।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ