তুমি

ফজলে রাব্বী সোয়েব ২৭ অক্টোবর ২০১৯, রবিবার, ১১:৫০:১৫অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

তোমাকে একটিবার ছুঁয়ে দেখতে চেয়েছিলাম,
তুমি মুখ ফিরে দাঁড়ালে।
তোমাকে একটিবার অনুভব করতে চেয়েছিলাম,
তুমি তোমার অনুভূতিহীন চাহনিতে
আমাকে উপেক্ষা করে তাকিয়ে রইলে
দূরের পানে, রইলে অন্য কারও অপেক্ষায়
অথচ এখনও অপেক্ষায় আছি তোমাকে আমার মত করে পাওয়ার আশায়।

মনে আছে সেদিনটির কথা?
যেদিন তোমাকে শক্ত করে আলিঙ্গণ
করেছিলাম, আর তুমি খামচে খামচে
ক্ষত বিক্ষত করেছিলে তোমার এই
নির্ভরতার স্থানটুকু!
মনে আছে সেদিনটির কথা?
যেদিন তোমাকে নিয়ে স্বপ্নের সিঁড়ি
বেয়েছিলাম, আর তুমি হঠাৎ করেই
আমাকে এক ধাক্কায় নিচে ফেলে অন্য
কারও সিঁড়িতে জায়গা করে নিয়েছিলে!

এত কিছুর পরও, আমি আছি অপেক্ষায়।
হয়তো বদল হবে অনুভূতির,
হয়তো বদল হবে স্বপ্নের সিঁড়ির।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ