তুমি শুধুই সমান্তরাল।

কাজি রাশেদ ২৭ আগস্ট ২০২১, শুক্রবার, ১১:৪০:৫৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

এক আকাশ, একই বাতাস
বহমানতাও এক,
শরতের আকাশে মেঘের উড়ে বেড়ানো,
কাশবনের হাওয়ার দোলাদুলি,
পাখীদের গান আর
নদীর ছুটে চলা, সবকিছু এক, অভিন্ন।

শুধু তোমার সাথে আমার পথচলাটাই ভিন্ন,
ভিন্ন হয়ে যায়,
শুধু ভিন্ন হয়ে যায়, ক্ষনে ক্ষনে।

তোমার চিবুক ছুয়ে তোমার চোখে ডুব দেওয়া,
তোমার ওষ্ঠের সুরে সুর মিলায়ে জীবন খোঁজা,
তোমার গ্রীবার স্বর্গীয় উপত্যকায় আলতো ঠোট
রেখে জীবনের সুখে সুখ মেলানো,
সবই আমার স্বপ্নের ভান্ডারে,
জমা পরে, শুধুই জমা পরে।

তোমার আমার সীমান্তে,
আজ কাঁটাতারের বেড়া,
ফেলানীর ঝুলে থাকা লাশ,
করিমের রক্তাক্ত শরীর,
আমাকে তোমার কাছ থেকে দুরে
অনেক অনেক দূরে,
সরিয়ে নেয় ক্রমশঃ দূর থেকে দূরে,
ভালোবাসাতেও এনে দেয়,
ভিসা অ-ভিসার দুরত্ব।

তবু এই মন,
এই হৃদয়ের প্রতিটা স্পদনে
তোমার নাম, তোমার ভালো লাগা না লাগা,
তোমার বিধি নিষেধ,
মানা না মানা সব,
নিয়মের বেড়াজালে আমাতে বন্দী
সহজে বা অসহজে,
সময়ে বা অসময়ে কিছু বলা বা না বলা।

৩১৩জন ২৫০জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ