তুমি শুধুই আমার কল্পনা

রেজওয়ানা কবির ২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ১১:৫৩:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

আমার ভিনদেশী তারা,একা রাতেরই আকাশে,

  তুমি বাজালে একতারা, তোমার চিলেকোঠার  পাশে।"
  ফোনে একটার পর একটা গান বাজছে, এতক্ষন কি কি    গান বেজেছে কিছুই মনোযোগ দিয়ে শুনি নি। হঠাৎ       এই  গানটির লাইন শুনে আমার ভিতরে মোচড় দিয়ে   উঠলো।শরীর, মন প্রচন্ডরকমের ভারী অনুভূত হলো,মনে হচ্ছে একমনের চালের বস্তা আমার গায়ের   উপর কেউ ফেলে দিল। অদ্ভুতভাবে মাথা ব্যথায় চোখে অন্ধকার দেখছি। প্রায় সন্ধ্যা,এক কাপ চা হাতে জানালার পাশে উদাস ভংগীতে তাকিয়ে ছিলাম,আর ফোনে খুব জোঁরে গান শুনছিলাম। কিন্তু আমার মনোযোগ ছিল,সেই জানালার বাইরের জগতে।সারাদিনের বৃষ্টিতে অগোছালো বাইরটা দেখছিলাম,কিন্তু কি গান হচ্ছে তা শুনি নি যেন।আচমকা ভিনদেশী তারা গানটি শুনে এই দুরাবস্থা হল। সবাই ভাববে,পাগল নাকি,গান শুনে আবার এমন হয় নাকি? হয় হয়,,,,, এই গানের সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে।গানটির প্রত্যেক লাইন মনে হয় আমার জন্যই। শুধু এই গান না আরও কয়েকটা গান আছে আমার ভালোলাগার তালিকায়। অনেকটা সময় স্তব্ধ থেকে নিজেকে একটু সজাগ করার জন্য নড়েচড়ে বসলাম। মানুষের কিছু প্রিয় জিনিস প্রিয় সময়,প্রিয় মূহুর্ত  এভাবেই সময়ের সাথে হারিয়ে যায়। কিন্তু ভালো লাগাগুলো সব যদি এক এক করে হারিয়ে যায় তবে মানুষ কিভাবে চলে???তুমিতো কল্পনাতেই ভালো ছিলে,কত কল্পনা,জল্পনা,স্বপ্ন তোমাকে নিয়ে ছিল আমার, কিন্তু তুমি এমনি যে শুধু কল্পনায় তোমাকে রাখতে চেয়েছিলাম,সেখান থেকেও নিজেকে সরিয়ে নিলে। এমনভাবে সরিয়ে নিলে,যে তোমার কথা চিন্তা করলেই আমার গায়ে জ্বর আসে। তোমার সাথে কাটানো ভালো লাগার মূহুর্ত কিচ্ছু মনে পড়ে না। হয়তো  আমার কল্পনাতেও তুমি   জায়গা করে নিতে পারোনি। এটা তোমার ব্যর্থতা,আমার নয়। আমি বেশি কিছু চাইনি তোমার কাছে। কিন্তু তুমি,,,,,,,,,,,,গেলে ভালো কথা,,,,,,৷ তবে সব ভালো লাগাগুলো কেড়ে নিয়ে গেলে।আদৌ তুমি ভালো আছোতো?????আমি জানি তুমি ভালো নেই, কারন তোমার আমিটাকে খুবই প্রয়োজন। হোক না সেটা কল্পনায়। এখন নিশ্চই বুজছো? কিন্তু সময়কে তো আর বাক্সে বন্দী করতে পারবে না।  তাই যতই মনে মনে আমাকে প্রত্যাশা কর,কোন লাভ নেই,যখন চেয়েছিলাম তখন ফিরিয়ে দিয়েছিলে। কথায় বলে,মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারে না। আমি জানি এখন তুমি আমি যা যা চাইতাম সব কর,আমার ভালোলাগা,পছন্দের কাজ কর,কিন্তু কি আর করার?? আমি আর আগের আমি নেই,যে কিনা শুধুমাত্র তোমার ভালো থাকা নিয়ে চিন্তা করত। কিন্তু তুমিতো সেই সুযোগটা বেশিদিন ধরে রাখতে দিলে না। তোমার মনে হয়েছিল,,,,,,,থাক,,,,এইসব নিয়ে ভাবলেই নিজের প্রতি বিরক্তিভাব আসে। আরে বাবা,,,সম্পর্ক সেটা যে নামই হোক তার প্রতি শ্রদ্ধা থাকতে হয়। শ্রদ্ধাতো দুরে থাক,ভালোবাসা,ভালোলাগা কিছুই ছিল না হয়তো। আমাদের সম্পর্কের নাম ও ছিল,সেই নামটাও মুছে দিলে। আসলে তুমিতো আমার কল্পনাতেও ছিলে না,তুমি ছিলে আমার একটা দুঃস্বপ্নে। যে স্বপ্নটা আমার কিছুমূহুর্ত ধ্বংস করে দিয়ে গেল।
চলে যাচ্ছে দিন,ঠিক ৫ টা তিন,প্রায় অন্ধকার,
বাস্ স্টপে কেউ নেই কোথাও।
এই হল অবস্থা।।।মন যে কখন কি ভাবে কিছু বুঝি না।আজব মন এত ভালো আছি,আল্লাহর রহমতে সুখে আছি, আমার মত দস্যিপনা মানুষটাকে সহ্য করার মত আজাদ ও আছে। আমি যাই চাই,যাই ভাবি সব কিভাবে যেন আগে থেকেই বুঝে নিয়ে হাজির। মন খারাপ হওয়ার কোন প্রশ্নই ওঠে না তবু কেন মাঝে মাঝে এরকম   অনুভূতি হয় আমি নিজেও জানি না। ৭ বছর সম্পর্ক করে তার সাথেই সফল ভাবে জীবন যাপন করছি,বিয়ের ৫ বছর হল, আমার জীবনে না পাওয়ার সংখ্যা নেই বললেই চলে। শুধু একটার আশায় এখনো আছি,বি সি এস ( প্রশাসন ক্যাডার) ,বাকি আর না পাওয়া কিছু নাই। কিন্তু তবু কেন মন কল্পনার তোমাকে পেতে চায়? তোমারতো অস্তিত্বই আমার জীবনে নেই,তবে,,,,,,,,, প্রায় ভুলেই গেছি,,,,,হয়তো একেবারেই ভুলে যাবো কোনএকসময়,,,,,সেদিন আর আমার কল্পনার জগতে তোমার কোন বিচরন থাকবে না।।।।ভালো থেক আমার কল্পনার সম্পর্ক,শুধু ভালোবাসতে চাই আমার বাস্তবের লাভ বার্ডকে যে আমাকে সবসময় আগলে রাখে।কল্পনাতেও শুধু তাকেই দেখতে চাই। তোমাকে নয়,,,৷ বিদায় কল্পনা,,,,,৷ ।
" কপালের টিপ পরে নয় গোধূলী সূর্যোময়ে,
  আবারও আসব ফিরে তোমাকে ছুঁয়ে যেতে,
  এসবই আমার কল্পনা, বাস্তবতা নয়, তুমি       হীনা বন্ধু বল,এমন  কেন হয়?
ছবিঃ নিজের
বিঃ দ্রঃ যা লিখলাম সবই আমার কল্পনা,এখানে কোন বাস্তবতা নেই।
0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ