তুমি যেদিন

আমি আমি ১ মার্চ ২০১৬, মঙ্গলবার, ১১:২১:০৯পূর্বাহ্ন বিবিধ ২০ মন্তব্য

 

তুমি যেদিন হাত ধরেছিলে আমার
ধরেছিলে গ্রীবা উচু করে,
বলিনি কোন কথা লাজ শরম
পেয়ে বসেছিল আমায়।

তুমি যেদিন প্রথম বলেছিলে ভালবাসি
আকাশের তারাগুলো নেমে যেন এলো,
ভাবিনি কখনো এমন হবে
হৃদয় জয়ের পরে হৃদয় ভেংগে দেবে।

আমিতো চাইনি তোমার মনের আকাশে
সাত রংয়ের রং মাখাতে,
তুমি টেনে নিজেই ধরেছিলে হাত
জেনেই তুমি ভরেছিলে আমার কাল শুন্য আকাশ।

আমিতো চাইনি হতে সোনা বউ
চাইনি জড়াতে হৃদয়ের পাকে,
সর্বনাশের কুল আমার গেল ভেংগে
তবুও ভালবাসি,ভালবাসি
তোমার মুখের ওই মিষ্টি হাসি,
তবুও ভালবাসি, ভালবাসি বলেই
বারে বারে তোমার কাছে
ছুটে ছুটে আসি।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress