বিবাহ

ময়না মতি,,

মা'গো, আমার করুণ কান্না
হয়না তো আর বারণ,
মরণ খেলায় চলছে মা'গো
আমার দুটি চরণ!
মাগো ভাবনা হল নিত্য সঙ্গী
যেমন কাঁদে সুখ,
তোমার মেয়ে দেখবে মাগো
পরপুরুষের মুখ!
মাগো হেসে খেলে যাচ্ছি চলে
সুখ মাখা ঘর ভুলে,
চুলোর পাড়ে পুড়বে মাগো
তোমার সোনার মেয়ে!
মাগো করুণ মতি ভাবনা আমার
শৈশব খেলার সাথী,
সব ছেড়ে আজ চলছি মাগো
পরপুরুষের বাড়ি!
মাগো মায়ার যত স্বপ্ন ছিল
তোমার আঁচল ঘরে,
মাগো আঁচল গেলে ভাবনা গেলো
ওই পুরুষের হাতে!
মাগো দেখিনি তো জন্মে তারে
আলোয় ভাসা মুখ,
তবুও তার সঙ্গে মাগো
কাটবে যুগ যুগ।
মাগো যেমন তোমার ময়না মতির
ফুল ফুঁটাতো হেসে,
মাগো তোমায় ছেড়ে যাচ্ছি আজ
পরপুরুষের হাতে।

মা'রে তুমি কন্য সন্তান ....স্বামীর ঘরেই তো তোমার সম্মান। 

তুমি জন্মেছ মায়ে জাতি তাই যেতে হবে শ্বশুর বাড়ি    

সঞ্জয় মালাকার/

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ