• শিকল ছেড়া মানুষ আমি পথেই কাটে দিন,
    বিচিত্র এ সমাজে পাই নি তো স্বাধীন?
  •      টকশো
  • রোজ সকালে বেরিয়ে গেলাম
    কুড়িয়ে আনতে সুখ,
    সস্তা দামের কিছু পেলেও
    মিটবে ক্ষধা ভোগ!চরণ দুটি ব্যস্ত আমার
    ভাষায় দুটি চোখ,
    একটা শহর ফাঁড়ি দিতে'ই
    লেগেগেল কুড়ি টাকার নোট!

    নুটের গাঁয়ে কষ্ট লিখা
    লিখা মানবতার চোখে,
    একটা পাউরুটি আর এক গ্লাস জল
    ক্ষুধা বারণের করে সঞ্চয়!

    টকশোতে এসে হলো কি
    আজকের দিনটাই তো মাটি,
    সুস্হাত্ব তা নেই শরীরে
    কে মেঠাবে ঔইষদের বিল!

    রেলস্টেন,বাস্টপ যেতে হবে আরো বহু দূর
    ওটা তো আমার রোজকার দিন,
    চোক টাও গেলো মরে,
    ছেলেটাও গেলো সরে,
    আমার রুটিন টা'ই থাকলো স্বাধীন।

    একটা কথা বলতে গিয়ে বিধস্ত মন,
    এই যে আমি রোজ ঘুরি আলি গলি,
    কিসের প্রয়োজন!

  • ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ  !!

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ