তুমি বেশ বদলে গেছো

সুপর্ণা ফাল্গুনী ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০২:১০:০৬অপরাহ্ন কবিতা ৪০ মন্তব্য

তুমি বেশ বদলে গেছো-
আমার হাসি তোমার হৃদয়ে কাঁপন ধরায় না;
কথার ফুলঝুরিতে বিমুগ্ধতা ছড়ায় না।
আজ আমি হয়েছি পর;
আপন হয়েছে ভিন্ন কেউ,অন্য পাড়ের ললনা।
মৃত বুকে শকুনেরা ধারালো আঁচড়ে ক্ষুধার জ্বালা মেটায়;
অধরের কামনায় লালায়িত,সিক্ত করো অন্যনারীর উলঙ্গ বক্ষবন্ধনী।
মেঘবরণ এলোকেশে মাদকতার আবেশে ঝরে না
মেঘবৃষ্টির শ্রাবন-বারিধারা।

চৈত্রের খরতাপে পুড়ে চৌচির চারণভূমিতে
লাঙ্গলের ফলা আঁচড় কাটে না।
কামনার বীজ বুনেছিলাম আমি তোমার বুকে,
সোনারাঙ্গা ফসল আজ অন্যের দখলে।
স্বপ্নে পাবার ব্যাকুলতায় সবকিছু অগোছালো রেখে-
ঘুমের আবেশে অকৃপন তুমি;
ব্যস্ততার অজুহাতে হিসেব-নিকেশে,
লৌহমানব করেছো নিজেকে দূর্ভেদ্য প্রাচীরে।

কেন সেদিন কাছে এলে,দেশান্তরী হবে বলে?
কেন সেদিন বুকে নিলে,পাঁজর ভাঙ্গবে বলে ?
মনের গহীনে জোনাক দিলে,অমানিশার আঁধার ভাঙ্গবে বলে?
অধরে অধর পোড়ালে,সঙ্গম কামনার অনলে।
তুমি বেশ বদলে গেছো-
অন্যনারীর পাঁজর ভাঙ্গো,
অমানিশার আঁধার কাটো,
অধরে কামনার অনল পোড়ো।

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ