
তুমি বেশ বদলে গেছো-
আমার হাসি তোমার হৃদয়ে কাঁপন ধরায় না;
কথার ফুলঝুরিতে বিমুগ্ধতা ছড়ায় না।
আজ আমি হয়েছি পর;
আপন হয়েছে ভিন্ন কেউ,অন্য পাড়ের ললনা।
মৃত বুকে শকুনেরা ধারালো আঁচড়ে ক্ষুধার জ্বালা মেটায়;
অধরের কামনায় লালায়িত,সিক্ত করো অন্যনারীর উলঙ্গ বক্ষবন্ধনী।
মেঘবরণ এলোকেশে মাদকতার আবেশে ঝরে না
মেঘবৃষ্টির শ্রাবন-বারিধারা।
চৈত্রের খরতাপে পুড়ে চৌচির চারণভূমিতে
লাঙ্গলের ফলা আঁচড় কাটে না।
কামনার বীজ বুনেছিলাম আমি তোমার বুকে,
সোনারাঙ্গা ফসল আজ অন্যের দখলে।
স্বপ্নে পাবার ব্যাকুলতায় সবকিছু অগোছালো রেখে-
ঘুমের আবেশে অকৃপন তুমি;
ব্যস্ততার অজুহাতে হিসেব-নিকেশে,
লৌহমানব করেছো নিজেকে দূর্ভেদ্য প্রাচীরে।
কেন সেদিন কাছে এলে,দেশান্তরী হবে বলে?
কেন সেদিন বুকে নিলে,পাঁজর ভাঙ্গবে বলে ?
মনের গহীনে জোনাক দিলে,অমানিশার আঁধার ভাঙ্গবে বলে?
অধরে অধর পোড়ালে,সঙ্গম কামনার অনলে।
তুমি বেশ বদলে গেছো-
অন্যনারীর পাঁজর ভাঙ্গো,
অমানিশার আঁধার কাটো,
অধরে কামনার অনল পোড়ো।
৪০টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“মনের গহীনে জোনাক দিলে,অমানিশার আঁধার ভাঙ্গবে বলে?
অধরে অধর পোড়ালে,সঙ্গম কামনার অনলে।
তুমি বেশ বদলে গেছো। “
ওয়াও !
হৃদয়ে দাগ কেটে যায়
আপনার রোমান্টিক কবিতায়।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো লাগলো মিষ্টি মন্তব্য পেয়ে। শুভ কামনা রইলো আপনার জন্য। ভালো থাকবেন
সাবিনা ইয়াসমিন
বদলে যাওয়া ‘তুমি’টা বদলে দিয়েছে ‘আমি’ কে, কামনার বীজ থেকে জন্ম নিয়েছে ক্ষোভ-বঞ্চনা।
ভালো লেখেন সব সময়ই।
অনেক শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু । শুভ কামনা রইলো ভালো থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
কষ্টের পাজরে আঘাত হেনে অন্যেরে কর তুষ্ট
আমি কাঁদি শুকনো জলে অধরা সুখ নষ্টে
আমারে নস্টভুমে নষ্ট ঘরে একলা ফেলে কষ্টে
তুমি কর উল্লাসভরা কন্ঠে উল্লসিত মহালগ্নে।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ! ধন্যবাদ ভাইয়া। অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
মোঃ মজিবর রহমান
আপনিও ভাল থাকুন। আপু আমার লেখা হয়না আর অস্থির সময়ে আমি কিছুই করতে পারিনা। তাই আসা কম হইনা কিন্তু মন্তব্য করতে পারিনা। আমি মন্তব্য করতে সুস্পস্ট মনে লিখতে হই। আপনি ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
হুম ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া
সঞ্জয় মালাকার
শুভ বিকেল বেলার শুভেচ্ছা দিদি।
মনের গহীনে জোনাক দিলে,অমানিশার আঁধার ভাঙ্গবে বলে?
চমৎকার লিখেছেন দিদি, মনোমুগ্ধকর রোমান্টিক কবিতা।
আপনার জন্য শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। শুভ সন্ধ্যা
সঞ্জয় মালাকার
আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি,
শুভ সন্ধ্যা, কিন্তু আমাদের ওখানে এখন বেলা তিনটা।
ফয়জুল মহী
দারুণ প্রকাশ ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো। শুভ সন্ধ্যা
ছাইরাছ হেলাল
মাঝি এবার নোঙর ফেলেছে
অন্য কোন খানে, অন্য কোন ঘাটে!
বিরহী বিরহ কাঁদেকাটে
সবার অলক্ষ্যে, অগোচরে।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্যে ছুঁয়ে গেল প্রাণ। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো
ইসিয়াক
চমৎকার রোমান্টিক কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়
তৌহিদ
বিরহ বেদনায় দুমড়েমুচড়ে ওঠা ক্ষতবিক্ষত মনে প্রেম আসুক, অমানিশার অন্ধকার কেটে আসুক প্রাণচাঞ্চল্যতা।
দারুন লিখেছেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
বন্যা লিপি
তুমি বেশ বদলে গেছো……..
পুরোনো সেই বন্দরে আর পানশী ভেড়াও না”
বিরহী বাতাস বয় অগচরে বুকের গহীনে।ভালবাসা রইলো দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো লাগলো সুন্দর মন্তব্য পেয়ে। ভালো থাকুন শুভ কামনা রইলো
আরজু মুক্তা
ভালো লাগলো
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন
কামাল উদ্দিন
পরকিয়ার জটিলতা মনে হচ্ছে, এমনটা হলে একটা বা দুটো সংসার পুড়ে খাক হয়ে যায়। কারো জীবনে এমনটা না হোক সেই কামনা করছি……..শুভ সকাল।
সুপর্ণা ফাল্গুনী
পরকীয়া ছাড়া ও এমন হতে পারে যখন কেউ কাউকে ছেড়ে অন্য কারো সাথে নতুন প্রেমে, পরিনয়ে আবদ্ধ হয়। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন। শুভ সকাল
কামাল উদ্দিন
হুমম, ধন্যবাদ আপু।
সুরাইয়া পারভীন
আরে বাহ্! দারুণ লিখেছেন দিদি।
অজস্র যন্ত্রণায় ছটফট করা মনের ক্ষোভ উগড়ে পড়ছে।
সত্যিই অনবদ্য সৃষ্টি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
নিতাই বাবু
খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছ।।
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।।
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো…
লিংক দিলাম, গানটি শুনুন!
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। গানটি আমার পুরো মুখস্থ। ভালো থাকুন শুভ কামনা রইলো
ইঞ্জা
কবিতা পড়তে ভালোই ল
ইঞ্জা
কবিতা পড়তে ভালোই লাগে কিন্তু বুঝি কম, এই জন্য এর ভাব প্রকাশ করতে পারিনা আপু, কিন্তু মুগ্ধ হয়েছি তা বলতে পারি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া মুগ্ধতার জন্য। ভালো থাকবেন শুভ কামনা রইলো। শুভ দুপুর
ইঞ্জা
শুভ দুপুর।
জিসান শা ইকরাম
কল্পনায় এমন করে সত্যির মত লেখ কিভাবে ছোটদি?
অনেক অনেক ভাল লেগেছে কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
হুম দাদা ভাই লিখে ফেলি। ধন্যবাদ দাদা ভাই
হিমেল কবি(সাহিত্য সন্তান)
আলোড়ন
নড়ে ওঠে মিরার চিবুক -অসুখ সেরে
আলোড়ন তুলে ঠোঁঠ-হয়তোবা আর কোনদিন
পাখির নীড়ের মতোন মিরার ও ঠোঁঠ-
চিবুক ও কপোলের আঙিনা -যাবে না ছুঁয়া।
হয়তো -আর হবে না দেখা লোকেদের ভিড়ে,
হয়তো -দু’হাত দুরত্বে র’বে চোখের আড়ালে।
মিরা,তোমার অসুখের ফাঁকে পড়ে গেছে মন
তুমি চলে যাবে বলে মূহুর্তের -আলোড়ন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা মন্তব্য হিসেবে দেবার জন্য। শুভ কামনা রইলো
তূয়া নূর
খুব ভালো লিখেছেন। ভালো লেগেছে খুব। মনমুগ্ধকর।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ। ভালো লাগলো মন্তব্য পেয়ে। শুভ কামনা রইলো