তুমি পূর্ণ : আমি নিঃস্ব

রকিব লিখন ২৫ অক্টোবর ২০১৩, শুক্রবার, ১১:২৯:৫৫অপরাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

তোমার দেখা নেই; অনেক দিন
নিশথীর বুক চিরে আজো শুনতে পাই তোমার ডাক
বসন্ত ফুলের উন্মাদনা আজ আর নেই
তবু লেগে আছে সমস্ত মনে সুগদ্ধি

মাটির ঘর ধসে গেছে মহাপ্লাবণে
বেত-খড় আর কিছু বাঁশ এখনো আছে আগের মত
শুধু তুমি নাই পাশে; রূপ মৃতিকার সাজে
মন গলে না; পঁচে না; বেঁচে থাকে অনেক বছর

এখনো আমার নিঃসঙ্গ বিকেল খেলা করে স্বপ্ন স্বপ্ন
এখনো আমার প্রতিটি যাত্রার প্রেরণা তুমি
এখনো আমার প্রতিটি সন্ধার প্রার্থনা তোমার তরে
এখনো আমার আত্মার প্রতিটি স্পন্দনে তোমার অনুভুূতি

একই পৃথিবীর তরঙ্গে দু’জনার বসবাস
একই পৃথিবীর আহার দু’জনার নিত্যসঙ্গী
একই পৃথিবীর স্বপ্ন দু’জনার চোখে আজ ভিন্ন
একই পৃথিবীর রং বদলের খেলায় তুমি পূর্ণ; আমি নিঃস্ব

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ