
এই তুমি তো আমার নও-
তবুও তোমাকে পাবার ব্যাকুলতায়
হৃদয়ে কামনার অনল-শিখা জ্বলছে অবিরাম।
তুমি তো আমার নও-
তবুও ভালোবাসার জিয়ন-কাঠি তোমাতেই তীরবিদ্ধ।
দাবানলে অঙ্গার তনু-মন;
দিবানিশি পুড়ছে পতঙ্গের অনুরূপ।
হিম-শীতল পৌষে উষ্ণতার চাদরে;
আম্র-মুকুলের মাদকতায় আবেশিত,নিঃশেষিত
আমিত্ব খুঁজি তোমার আলিঙ্গনে।
তুমি তো আমার নও-
তবুও আমি তোমাতেই বিমোহিত, দলিত।
বিরস বদনে বিরহের সুর-মূর্ছনায় উদ্বেলিত ,
উৎকন্ঠিত পথহারা পথিক;
তোমাতেই খুঁজে হারানো পথের দিশা।
ধূম্র মায়াজালে বিভোর আমি-
নিয়মের,পরাধীনতার শিকল ভেঙ্গে
তোমাতেই কামনার বাসর গড়ি।
জানি তুমি আমার নও-
তবুও তোমাতেই আকন্ঠ ডুবে থাকি অষ্টপ্রহর।
মন পবনের ময়ূরপঙ্খী নাও-
স্রোতস্বিনী মন-যমুনায় নোঙর
করে তোমারি অপেক্ষায়।
সাঁঝবেলাতে সান্ধ্য-প্রদীপ করতলে;
খুঁজি তোমার চরণদ্বয় দেবতার আসনে।
তুমি তো আমার নও-
তবুও তোমার বুক পাঁজরে
মুক্তোর আবেশে ঝিনুকের আচ্ছাদনে-
জলতরঙ্গে খেলি জলকেলি ।
অধরে বাঁধভাঙা জোয়ারে,
দুর্বার আকর্ষণে কর্ষিত কামনার আকুলতা।
কাব্যকথার শব্দ-চয়নে,গানের স্বরলিপিতে, সুরের রাগিনীতে
তোমাতেই সাধি জীবনের জয়গান।
বেলা-অবেলায় মান-অভিমানের
ভেলায় ভেসে তোমাতেই ভিটেমাটি।
জানি তুমি আমার নও-
তবুও তোমাতেই করেছি সমাধি-ক্ষেত্র।
২৬টি মন্তব্য
মাহবুবুল আলম
প্রেম এমনই। কাঙ্খিত পাত্র-পাত্রি নিজের নয় জেনেও তার জন্য কেমন এক বিরহ যাতনা অনুভব হয়।
সুন্দর বিরহের কবিতা। পড়ে ভাল লাগলো। ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনিও ভালো থাকবেন। শুভ কামনা রইল
ছাইরাছ হেলাল
খুবই আবেগময় লেখা, এবং সুন্দর।
‘আমার নও’ তাতেই যা অবস্থা, আমার হলে তো ভীষণ ভয়ের!
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣🤣🤣 ধন্যবাদ ভাইয়া
জিসান শা ইকরাম
শেষ লাইন তো আমি লিখতে চেয়েছি, আপনি লিখলেন কেন ছাইরাছ হেলাল?
মন থেকে মন্তব্য হ্যাক করা চলবে না, মানি না।
ছাইরাছ হেলাল
এখানে অনেকের মন-ই হ্যাক হয়ে আছে।
বলি না শুধু এই যা।
সুরাইয়া পারভীন
প্রেম ভালোবাসা এমনই গো দিদি। যে আমার নয় তাকে ভেবেই অষ্টপ্রহর মরি দগ্ধে দগ্ধে।
চমৎকার প্রকাশ, শব্দ চয়ন দারুণ
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। শুভ কামনা রইল
মোঃ মজিবর রহমান
আমার নও তাই এতো হলে কোথায়???
আবেগি লেখা ভাল লাগল।
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭🤭 ধন্যবাদ ভাইয়া
সুপায়ন বড়ুয়া
“তুমি তো আমার নও-
তবুও আমি তোমাতেই বিমোহিত, দলিত।
বিরস বদনে বিরহের সুর-মূর্ছনায় উদ্বেলিত ,“
বিরহের করুন সুর বাজে কর্ণ কুহুরে !
ধীরে বন্ধু ধীরে !
অসাধারণ ! শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো। ভালো থাকুন সবসময়
অনন্য অর্ণব
বাহ্ চমৎকার লিখেছেন
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুভ কামনা
ফয়জুল মহী
চমৎকার সৃষ্টি, পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
সুপর্ণা ফাল্গুনী
অনেক ধন্যবাদ রইল। ভালো থাকুন
জিসান শা ইকরাম
অনেক আবেগ দিয়ে লেখা,
যতই দিন যাচ্ছে তোমার লেখা আরো ভাল হচ্ছে।
লিখতে থাকো প্রচুর ছোট দি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। শুভ কামনা রইলো
ইসিয়াক
দুর্বার আকর্ষণে কর্ষিত কামনার আকুলতা।
কাব্যকথার শব্দ-চয়নে,গানের স্বরলিপিতে, সুরের রাগিনীতে
তোমাতেই সাধি জীবনের জয়গান।
চমৎকার। খুব ভালো লাগলো আপু।
শুভসন্ধ্যা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুভ কামনা রইলো
তৌহিদ
আমার নও এই শব্দ যেন বুকে এসে কাঁটার মতন বাধলো। প্রেম কি এমনই? যা কিছু চাই তা পাইনা?
আবেগময় কবিতা দারুণ লিখেছেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। সত্যিই প্রেম এমনি
নিতাই বাবু
খাঁটি প্রেম, খাঁটি ভালোবাসার একটা মনমাতানো কবিতা পড়লাম! সত্যি মনোমুগ্ধকর!
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা । আপনাদের শুভ কামনা আমার জন্য আশীর্বাদ। ভালো থাকুন
সঞ্জয় মালাকার
আমার নও এই শব্দ যেন বুকে এসে কাঁটার মতন বাধলো।
খাঁটি প্রেম, খাঁটি ভালোবাসার একটা মনমাতানো কবিতা পড়লাম!
আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভ কামনা /
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো