তুমি জল ঝরিয়ো না যেন

রিমি রুম্মান ৭ মার্চ ২০১৪, শুক্রবার, ১০:৫৫:৩১পূর্বাহ্ন বিবিধ ২০ মন্তব্য

হাইওয়ের উপর দিয়ে হাওয়ার বেগে ছুটে চলে গাড়ি
এরমাঝে কিছু গাড়ি ধেয়ে যায় বেপরোয়া গতিতে
হৃদপিণ্ড কুঁকড়ে আসে, বাড়ে তার স্পন্দন
যদি কখনো সব কিছু হয় চূর্ণ-বিচূর্ণ কিংবা লণ্ডভণ্ড
হাসপাতালের মনিটরের পালস গ্রাফ'টা সরলরেখা হয় যদি
কিংবা থেমে যায় সকল স্পন্দন
ছোটোখাটো একটা ভূমিকম্প বয়ে যাবে হয়তো
তোমার শিরা-উপশিরা বেয়ে
কতো রিখটার স্কেল কম্পন হবে, জানিনা
তবে, তুমি জল ঝরিয়ো না যেন দু'চোখেতে ।

একলা প্রহরগুলোতে তোমার সান্নিধ্যে আসবো জেনো
দমকা বাতাস হয়ে ছুঁয়ে যাবো কখনো
কিংবা হঠাৎ বৃষ্টি হয়ে ভিজিয়ে যাবো
তুমি জল ঝরিয়ো না যেন দু'চোখেতে ।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ