সাদা কাগজে জড়ো করি স্বপ্ন
গোপন খুঁতিতে জমিয়েছিলাম কিছু ভাব
উপমা রূপক কথোপকথন
শব্দে বাঁধি ঘর- আমাদের
তবু মন ভরে না

তুমি চুপিসারে আদর করে ছুঁয়ে দিলে
অভিমানী পঙক্তিরা প্রজাপতি হয়ে ওড়ে
বর্ণজোড়া প্রাসাদ গুঞ্জরিত হয়ে ওঠে
বর্ণালি ডানায়-ডানায়

সরস্বতীর দুয়ারে দাঁড়িয়ে ঘণ্টায় তুলেছি বোল
তুমি না জাগলে বৃথা অর্চনা
সান্ধ্য-উপোষ, অর্ঘ্যদান...
আমার মন ভরে না

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ