তুমি ছিলে

সুপর্ণা ফাল্গুনী ৭ মার্চ ২০২০, শনিবার, ০৬:৪৩:১৯অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

তুমি ছিলে ৭ই মার্চের রেসকোর্স ময়দানে,
তুমি ছিলে মুক্তিকামী জনতার মুক্তির মিছিলে।
তুমি ছিলে অবিচল, অনড় সোনার ছেলেদের যুদ্ধজয়ে,
তুমি ছিলে অজর, জাতির পিতা-
বন্দী কারাগারে।
তুমি ছিলে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে,
তুমি ছিলে লাখো শহীদের বুকের পাঁজরে।

তুমি ছিলে বীরাঙ্গনাদের ভালোবাসার সতীত্বে,
তুমি ছিলে মৃত মায়ের আঁচলে শিশুর দুগ্ধপানে।
তুমি ছিলে স্বাধীনতার ধমনী- শিরাতে,
তুমি ছিলে পাক- হানাদের যম আতঙ্কে।
তুমি ছিলে সন্তান হারানো অর্ধনগ্ন মায়ের ক্রন্দনে,
তুমি ছিলে স্বামী হারানো বিধবার বৈধব্যে।
তুমি ছিলে রাজাকার আলবদর দের মৃত্যু শঙ্কাতে,
তুমি ছিলে দেশদ্রোহী,মীরজাফরদের দুঃস্বপ্নের থাবাতে‌।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ