
তুমি চাইলে হাত ধরে বৃষ্টিতে ভিজতে
মেঘ চলে গেলো আষাঢ়ের বাড়ি
আর ভেজা হয়নি বৃষ্টির উষ্ণতায়
হাতে হাত ধরে শ্রাবনের কোলে ।
তুমি চাইলে কাঁধে মাথা রেখে পাহাড় দেখবে
পৌষের সন্ধ্যায় কুয়াশার আবরণে ঢেকে যাওয়া
সবুজ বনানীর নগ্ন রূপ
আমি দুঃখ বিলাসী, তাই বসন্তের শুরুতে
সাগরের অতলে ডুব দিতে চাইলাম দুজনে
সাগর আর পাহাড়, পাহাড় আর সাগর
এই বিভাজনে এখনো দেখা হয়নি ভোরের আকাশ ।
তুমি চাইলে, এক বিকেলে কাঁশ ফুলের শুভ্রতায়,
শ্বেত বর্ণে ভেসে যাওয়া মেঘ শাবকের আড়ালে,
এক মুঠো শরতের নীল আকাশ
মেঘের কান্নার সুরে, শরৎ এলো সেঁজে বালু চরে, মেঘনার দুকুল ঘেঁসে , বাণের জলে স্বপ্ন গেলো ভেসে
আজ বৃষ্টি আছে, পাহাড় আছে,ঋতুর বৈচিত্র আছে
সাগর আছে, কাঁশফুলের কোমলতা আছে,
শুধু আমি নাই, তোমার স্বপ্নের ভিতর ।
রচনা কাল ঃ ১৫/০৮/২০২২
ঢাকা
৮টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর কাব্যিক নিবেদন।
অতুলণীয় সমাপ্তি।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই 🌹🌹❤️❤️
রোকসানা খন্দকার রুকু
দঃখবিলাশীরাও সাগরে ডুব দিতে চায় মাঝে মধ্যে।।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু ❤️❤️🌹🌹
আলমগীর সরকার লিটন
বেশ বিষন্নময় কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই 🌹🌹❤️❤️
হালিমা আক্তার
স্বপ্নের বেলাভূমিতে নাই বা রইলো। বাস্তবের আঙিনায় জড়িয়ে থাকে যেন। চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু ❤️❤️🌹🌹