তুমি এসো না!

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ২৬ জুন ২০২০, শুক্রবার, ০৬:১৫:৫৯অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

 

তুমি এসো না কভু আমার জীর্ণ কুঠিরে।
এখানে আদর সোহাগ ভালবাসা আছে।
নেই জীবন রংগীন করার প্রাচুর্য ।
এখানে প্রাণের উচ্ছ্বাস আর আনন্দের
বন্যা আছে নেই বিত্ত্ব বৈভবের ছড়াছড়ি।
এখানে বৃষ্টিতে ভেজার কাদাজলে মাখামাখি
আছে নেই সানরুপ তুলে শত মাইল বেগে
বৃষ্টিতে গাড়িতে লুটেপুটে নেয়ার আননদ ।
এখানে ছাদ ফোটা দিয়ে ঘরে জ্যোৎস্না আলো
মাটিতে গড়াগড়ি খায় তা মনের আনন্দে গায়ে মাখা যায় ।
নেই অমাবস্যার কালো অন্ধকারের রাজত্ব।
এখানে সোনার খনি নেই, নেই হাজার
পাওয়ারের আলোর ঝলকানি।
আমার কুঠিরে মাটির পিদিমে আছে ভালবাসার
কলতান। অন্তরের নির্মল সুখ। প্রেমে কানায়
কানায় পূর্ণ আদিম সুখ প্রাণ চাঞ্চল্য আনন্দ উচ্ছ্বাস । 
ভালবাসার নান্দনিক প্রেমঘাথা।।
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ