
তুমি আসবে বলে প্রদীপ টা আজ
নিমু নিমু করে জ্বলছে,
তুমি আসবে বলে ফেরারী মন
প্রাণ ভরে আজ হাসছে।
তুমি আসবে বলে গল্প লিখেছি
স্বপ্ন রাঙ্গা আঁখি
তুমি আসবে বলে পথের প্রাণে
চেয়ে থাকি দীবা রাত্রি।
কখনো ভাবি’নি হবে এমন
তুমি হবে বিদেশিনী
ফুল গুলি আজ সুখিয়ে গেছে
তুমি আসনি-তুমি আসনি বলে।
তুমি আসবে কি না আসবে তুমি
জানিয়ে দিয় আমায়,
তুমি আসবে বলে আজও আমি পথ-
চেয়ে আছি তোমার অপেক্ষায়।
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
প্রতীক্ষার অবসান হোক এই শুভ কামনা রইলো। শুভ সকাল
সঞ্জয় মালাকার
শুভ সকাল দিদি, দিন শুরু আনন্দ ও শুভেচ্ছা।
ভালো থাকুন সারাদিন শুভ কামনা।
রেহানা বীথি
তুমি আসবে বলে প্রদীপ টা আজ
নিমু নিমু করে জ্বলছে,
তুমি আসবে বলে ফেরারী মন
প্রাণ ভরে আজ হাসছে।
চমৎকার লিখলেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দিদি, ভালো লাগা অফুরন্ত,
সকাল বেলার শুভেচ্ছা রইলো দিদ,
ভালো থাকুন সব সময় /
ফয়জুল মহী
অপূর্ব শব্দশৈলিতে চমৎকার সৃষ্টি,
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা, ভালো থাকুন সবসময়।
তৌহিদ
অপেক্ষা করেন, অপেক্ষার ফল মিঠা হয় দাদা। ছবিতে একটি নাম দেখতে পাচ্ছি। এরকম ছবি ব্লগে ব্যবহার না করাই উত্তম দাদা।
ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, ঠিক আছে দাদা আর দেবে না।
।ভালো থাকেবেন সব সময় শুভ কামনা।
অন্বেষা চৌধুরী
কখনো ভাবি’নি হবে এমন
তুমি হবে বিদেশিনী
ফুল গুলি আজ সুখিয়ে গেছে
তুমি আসনি-তুমি আসনি বলে।
আহা রে! দারুণ লিখেছেন
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন সব সময় শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
সেতো আসেনা বন্ধু
প্রতিক্ষার প্রহর গুনে
সময় নষ্ট করো না।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন,
মন্তব্যে মুগ্ধতা,
দাদা সময় নষ্ট কারা অনেক আগেই ভুলে গেছি।
দালান জাহান
“তুমি আসবে বলে গল্প লিখেছি
স্বপ্ন রাঙ্গা আঁখি” অথচ তুমি ফেলে দিলে দ্বিধায়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় কববব
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় কবিবর ভালো থাকুন সবসময় শুভেচ্ছা রইলো।
সুরাইয়া পারভীন
সে আসবে
অবশ্যই আসবে
আসতে তো তাকে হবেই
চম
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দিদি ভালো থাকুন সবসময় নিরন্তর কামনা।
এস.জেড বাবু
তুমি আসবে বলে
কি আর করা হয়নি
তুমি আসবে বলে কি করতে বাকি !?
চমৎকার রোমান্টিক কবিতা-
আপনি বেষ্ট।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন,
ভালো থাকুন সবসময় শুভ কামনা ও সুন্দর মন্তব্যে মুগ্ধতা।