তুমি অভিমান ভেঙে ফিরে এসো।
আমি এক বিকেলের পাহাড়ি মেলা থেকে রঙিন ঘুড়ি কিনে দেবো।
চুলের খোঁপায় গুঁজে দেবো সাতসকালের রজনীগন্ধা!
ঠোঁটে ঠোঁট রেখে চুমুর দিব্যি দেবো।
তোমার বুকের ভেতর এঁকে দেবো সপ্ত এক প্রতিমা!

অজস্র কোলাহলের মাঝে তোমাকে আগলে রাখবো।
কপালে পরিয়ে দেবো ছোট্ট একটা টিপ।
কবিতায়, গল্পে, উপন্যাসে লিখে দেবো তোমার নাম।
কেবল তুমি ফিরে এসো।
গোটা বর্ষা ঋতু তোমার জন্য অপেক্ষা করছে।
তুমি ফিরলে দুচোখ বন্ধ করে বলে দেবো ভালোবাসি।

এ নক্ষত্রহীন সন্ধ্যায় তোমাকে চাই!
তুমি থেকে যাও আমার সবটা জুড়ে।
আমি প্রতিবার ঈশ্বরের কাছে তোমায় খুব করে চাইবো।

আমি বিশ্বাস করি তুমি ফিরবে।
আমার কোনো প্রতিপক্ষ নেই।
যদি তুমি আমার মনোভূমি থেকে গোপনে প্রস্থানে যাও আমি নির্বাসনে যাবো!
আমি আবারো বলছি আমার কোনো প্রতিপক্ষ নেই!
নেই তোমার বিকল্প।
তুমি আমার আগামীর ঈশ্বরী!
...
~ছবিঃ প্রতিকি।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ