তুমি আমাকে ছুঁয়ে দাও

আমি আবার জেগে উঠি,

নতুন কুঁড়িতে,  স্বপ্নের বিভোরে

জীর্ণতাকে ভুলে,  পায়ে পায়ে

পথ চলি, বিস্তৃত পরিসরে  ।

 

তুমি আমাকে ছুঁয়ে দাও

আমি আবার ফুটে উঠি

সুভাসিত বুকে, সজিব নির্যাসে

মনোহর মন্ত্রের আবেশে৷।

 

তুমি আমাকে ছুঁয়ে দাও

আমি আবার বয়ে চলি

উদ্যাম মাঠে, হিমেল দোলে

ভাটিয়ালী সুরে,  উত্তাল পালে

যৌবনের উজান স্রোতের টানে ।

 

তুমি আমায় ছুঁয়ে দাও

আমি আবার বাঁচতে শিখি

ভালবাসার পূর্ণতায়, একান্তীয়

চাওয়া পাওয়ার পরিসরে

সমৃদ্ধ মননে,  উষ্ণতা জড়ানো

তোমার ভালবাসার আবৃতে  ।

 

রচনা কাল  ঃ ২৯/০৭/২০২২

ঢাকা

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ