
তুমি আমাকে ছুঁয়ে দাও
আমি আবার জেগে উঠি,
নতুন কুঁড়িতে, স্বপ্নের বিভোরে
জীর্ণতাকে ভুলে, পায়ে পায়ে
পথ চলি, বিস্তৃত পরিসরে ।
তুমি আমাকে ছুঁয়ে দাও
আমি আবার ফুটে উঠি
সুভাসিত বুকে, সজিব নির্যাসে
মনোহর মন্ত্রের আবেশে৷।
তুমি আমাকে ছুঁয়ে দাও
আমি আবার বয়ে চলি
উদ্যাম মাঠে, হিমেল দোলে
ভাটিয়ালী সুরে, উত্তাল পালে
যৌবনের উজান স্রোতের টানে ।
তুমি আমায় ছুঁয়ে দাও
আমি আবার বাঁচতে শিখি
ভালবাসার পূর্ণতায়, একান্তীয়
চাওয়া পাওয়ার পরিসরে
সমৃদ্ধ মননে, উষ্ণতা জড়ানো
তোমার ভালবাসার আবৃতে ।
রচনা কাল ঃ ২৯/০৭/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
বন্যা লিপি
ভালবাসায় উজ্জীবিত হতে একবার ছোঁয়া বা স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন কবিতার শব্দে।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
ভালোবাসার ছোয়ার অপার্থিব আনন্দ থাকে।
সুন্দর কবিতা,
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
ভালোবাসা পেলে জীবন সজীবতা লাভ করে। চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা 🌹🌹❤️❤️