তুমি আছো

সুপর্ণা ফাল্গুনী ১৬ আগস্ট ২০২০, রবিবার, ০৭:০০:০৩অপরাহ্ন কবিতা ৩৮ মন্তব্য

 

বাতাসে আজ ও গন্ধ পাই তোমার দেয়া ভালোবাসার
আজ ও শুনতে পাই তোমার আগমনের বার্তা।
হৃদয় অঙ্গনে ছাপ পড়ে তোমার চরণধূলির।
হাওয়ায় ভেসে বেড়ায় তোমার মধুমাখা কিছু উক্তি-
যা আজও আমার এই মনকে শিহরিত, দোলায়িত করে।
তোমার সেই স্মৃতি আমাকে এখনও সুখের স্বর্ণশিখরে পৌঁছায়-
হাসতে বলে আবার তোমাকে ভালোবাসতে বলে।
তোমাকে হারিয়ে সে-ই আমি আবার পাথরচাপা কষ্টে
হাহাকার করি, আর্তচিৎকারে জেগে উঠি।
বুকের চাপা দীর্ঘশ্বাসে কেঁদে ফেলি নিজের অজ্ঞাতেই।
তোমাকে হারিয়ে আজ আমি সত্যিই বড় অসহায়, একাকী।
তোমার একটু ছোঁয়া , একটু ভালোবাসা পাবার হাতছানিতে
নিজেকে আজ ও তোমার প্রতীক্ষার প্রহরে জাগিয়ে রেখেছি।
তুমি চলে গেছো দূর থেকে বহুদূরে আমার আতিথেয়তাকে, ভালোবাসাকে পর করে।
আমাকে কাঁদিয়ে তুমি কি সত্যিই সুখী হয়েছো?
পেরেছো কি আমাকে ক্ষণিকের তরে, চিরতরে ভুলতে?
হয়তোবা পেরেছো এই ভালোবাসার কাঙালীনিকে
মনের লালসা থেকে মুক্তি দিতে।
এতই কি তোমার ভালোবাসার অভাব?
আজ বুঝলাম তুমি আমাকে, আমার মনকে কখন ও
নিজের করে, আপন করে ভাবতে পারোনি।
তুমি চেয়েছো আমার এই ভোগ্যময়ী দেহটাকে।
হয়তোবা তোমার অনেক কিছুই আছে-
নেই শুধু একজনকে সুখী করার সম্পদ।
মনের দিক দিয়ে তুমি সত্যিই কাঙাল।

রচনাকাল-১৯৯৯ সাল

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ