
আজ মনের আকাশ বিষন্নতায় ছেয়ে গেছে। হারিয়ে গেছে সোনারোদ! হবে তুমি আমার সোনা রোদ? গায়ে মাখব খুউব করে।
আকাশের চাঁদও বলেছে দেখা দেবে না তোমায় ছাড়া,আমি পথপানে চেয়ে আছি গো, আসবে তুমি উঠিয়ে দিতে!
শীতও আগেভাগেই হুমকি দিয়ে বসেছে, এবার নাকি মারবে শীতে খুউব, ওম দেবেনা তুমি ছাড়া।
বললাম- হিটার জ্বেলে নেব! ও মা, তিরস্কারে ভেংচি, তুমি ছাড়া কেউ কিছুই দেবেনা।
তুমি কি চাও ওরা আমার সাথে এমনতর করুক? দিয়ে যেও একটু ওম আমি যে অল্পেই সুখী।
হেমন্তের শিশির সকাল সকাল জীভ দেখাল, উপহাসে বলে, একা কেন? সোহাগে ছুঁতে গেলাম, বাব্বা বলে কি- দুর হ মুখ পুড়ী।
তুমি এসে ওকে বকা দিও আর ছুঁয়ে দিও আমার হাতে হাত রেখে। এবেলায় না পারো যদি এস পরবেলায়, তোমাকে ছাড়া কি আমার চলে বল? তোমাকে যে আমার চাই ই চাই!
কারন জানোই তো-
তুমি ছাড়া বেলাশেষে সব আনন্দ মিছিল নেয় ছুটি, আঁকড়ে ধরে নিজেকে, একাকিত্বের অবগাহনে হই স্নাত। সব আছে কিন্তু কিছু নেই,দগদগে শূন্যতা!!!!!
ছবি- সংগ্রহ।
২৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন কবি আপু অনেক শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
আমি হলাম কবি আপু আর আপনি কবি দা। হা হা হা হা।
কবিতার চলছে সর্বনাশ॥ শুভ কামনা। ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
আপনার রি-মন্তব্যে খুব হাসি পেয়েছে আপু
হা হা হা হা হা হা হা
রোকসানা খন্দকার রুকু
আমার পরশি বাংলা লেকচারার সে ভালো আবৃত্তি করে। মুগ্ধ হয়ে শুনি। কবিতা ভালো লাগে। লিখতে পারি না। লিখলে ওকে শোনাই। সে হাসে। বলে এসবকে যদি কবিতা বলে তাহলে তো বিপদ!
ফয়জুল মহী
নান্দনিক উপলব্ধির উপস্থাপন। বেশ মুগ্ধ হলাম।
রোকসানা খন্দকার রুকু
মগ্ধ করতে পেরে ধন্য হলাম।
শুভ কামনা রইলো ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
তুমিহীনা একাকীত্বে অবগাহন , সব আছে তবু কিছুই নয় আমার ,শূণ্যতায় ডুবে রই । তুমি এলে সব পূর্ণ হয়ে যাবে, চমৎকার আপু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
তুমি এলে পূর্ণ হবে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা॥ শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
সে ছাড়া আমি একা । বড় একা । তাঁর ওম! চাই ই চাই । দারুণ ভাবনা। ধন্যবাদ.
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো।
ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ রইল আপু।
আরজু মুক্তা
একাকীত্বটা বিলাসিতা হলেও ; শূন্যতাবোধ থেকেই যায়।
শীতের উষ্ণ পরশে সব দূর হোক।
শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
আশা রাখি। “শূন্যতা থেকেই যায়” ভালো বলেছেন।
শুভ কামনা। ভালো থাকবেন।
রেহানা বীথি
‘তুমি’ না থাকলে সবই বিফল, শূন্য।
ভালো লাগলো আপু আপনার কবিতা।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপু। কমেন্ট বাড়ানোর জন্য লিখলাম।
শুভ কামনা রইলো। ভালো থাকবেন।
শামীম চৌধুরী
অনুভূতি প্রকাশে আমি নিজেই আপ্লত। খুব ভাল লাগলো।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো। ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
তুমিময় অনুভূতিতে একাকীত্বের ছাঁপ কোথাও দেখতে পাচ্ছি না! আপনার “তুমি”কে এখানে প্রকট আকারেই প্রকাশিত লাগছে 🙂
আপনার বিষয় ভিত্তিক লেখার তুলনায় কবিতা/অনুভূতির প্রকাশ কিছুটা দুর্বল। তবুও খারাপ হয়নি।
যুক্তবাক্য+বানানের দিকে অল্প একটু খেয়াল দিতে হবে।
সমালোচনার অভ্যাস করছি, তাই মন খারাপ না করে লেখায় মন দিন। ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
বহু বছর পর আপনার মন্তব্যে প্রান জুড়িয়ে গেল। ভাষা হারিয়ে ফেলেছি। ভাবছি এরকম আরও কিছু অখাদ্য ছড়িয়ে দেব তাহলে অন্তত পাওয়া যাবে।
আমি পরিবারে ছোট তো, কান মলা খাবার অভ্যাস আছে। সমালোচনা নয় বরং এটাই দরকার সবার জন্য। তাহলে ভালো কিছু বেড়িয়ে আসবে।
বানানে খুব সমস্যা খেয়াল রাখব। বিরহ আমার দ্বারা হয়না।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
সুরাইয়া পারভীন
আহা! তুমি তুমিহীনা সব যেনো ফাঁকা
এক তুমি ছাড়া সবাই দিচ্ছে তাড়া
আগামী শীতে তুমি না এলে
উম পাইগো বলো কিসে?
চমৎকার লিখেছেন আপু
রোকসানা খন্দকার রুকু
দারুন মন্তব্যে মুগ্ধ হলাম।
শুভ কামনা রইলো আপুনি।
রেজওয়ানা কবির
যখন বিষণ্নতা ভর করে তখন সোনারোদ কেন কোন রুপা রোদ ও ভালো লাগে না। তুমি হীনা থাকা যায় বল? তুমি বিনা সত্যি সবার কষ্ট হয়। ভালো লিখেছ। শুভকামনা আপু।
রোকসানা খন্দকার রুকু
ফাষ্ট হব বুঝলে? তোমার যখন ভালো লেগেছে এতেই আমি খুশি।
শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
রুকু আপু এ আমি কাকে দেখছি!
কবিতা তো ভালো করে ভর করেছে আপনার উপর।
আমার দারুণ লেগেছে।
কবিতায় আবেগ না থাকলে ঠিক জমেনা।
যে যা-ই মুখে বলুক না কেন এই এক তুমির কাছে সবাই নাকাল।
তুমিময় কাব্য খুব ভালো হয়েছে।
সমালোচনার ভয়ে তুমি নিয়ে লিখতে আজকাল ভয় হয়।
বয়স নাকি হুহু করে বাড়ছে।
আমি কিন্তু টের পাচ্ছি না।
শুভকামনা রইল আপু
রোকসানা খন্দকার রুকু
***তুমিময় কাব্য খুব ভালো হয়েছে।
সমালোচনার ভয়ে তুমি নিয়ে লিখতে আজকাল ভয় হয়।****
এজন্যই তো সোনেলা ব্লগ আমাদের পরিবার॥ যা খুশি লিখে ভাসিয়ে ফেলুন। আপনার যে হাত তাতে পড়ার লোভ হচ্ছে।
আর বয়স কি? আমি তো কারও ক্ষতি করছি না? তাই আমার বয়স কখনোই বাড়ে না। লোকে বললে বলি আমি একটু বেশি লম্বা তো তাই আপনাদের মনে হচ্ছে। হা হা হা হা।
পাছে লোকে অনেক কিছুই বলে। আজই লিখে ফেলুন। শুভ কামনা। শুভ সকাল আপুনি।
রোকসানা খন্দকার রুকু
ও বাই দ্যা ওয়ে, প্রিয়াংকা চোপড়া ৩৫ এ বিয়ে করেছে। আর কিছু কি বলব? কবিতার লোভে কিন্তু এতকিছু বললাম।
মনির হোসেন মমি
হ্যা হেমন্তের আগমনে প্রিয়ার সঙ্গপনে ভালবাসার রাগ অনুরাগে আনন্দে ভরে উঠুুক সকলের জীবন। শুভেেচ্ছা হৈমন্তীর।
রোকসানা খন্দকার রুকু
আপনাকেও হৈমন্তী শুভেচ্ছা। ভালো থাকবেন।
তৌহিদ
কখনো সখনো একাকীত্বকেই সঙ্গী করে এগিয়ে যেতে হয় কিন্তু!
ভালো থাকুন সবসময়।