জীবনে,
তুমিহীন জাগে কষ্ট বুকটা চিনচিন
রোদ্রের কড়া তপ্তশুষ্ক আদরহীন
মুখে আসেনা কান্না, চোখ জলহীন
তবুও চলমান ফিরে ঘরকষহীন।
শীতের শুস্কদাহ্য, ফাটে ঠোঁট
রক্ত নাহি চাই থাকতে তনুতে
আছেই বা কি থাকবেই বা কি?
সব গেছে উচ্ছুন্নে তরীহীন তট।
কি চাও ভগ্ন দেহ, আরো ভাংতে!
জ্বালো আরো আগুন এই শরীরে
ধরাও জ্বালা ধরায় ধ্বংসের অন্তে
রাখিওনা মান, যাক প্রাণান্তে।
বাকী পড়ন্ত বৈকালে শেষান্তে
আসিবে ফিরে দেখিতে কবরস্থানে?
যদিও কাঁদিব হৃদয় পেষনে
না ঝরিবে অশ্রু, শুষ্কবদনে।
ডিজিটাল দিলা বাড়ায়ে চাহিদা
ডিজিটাল খাট্টাস, পকেট সীমা
শুধু বাজায়, দুখের পরিসীমা
পারিনা মিটাতে অধন্তদের স্পৃহা।
অথর্ব বেহায়া বহিয়া চলে ……..
আকাশ-পাতাল ভুড়ে চতুর্মুখী জ্বালাময়ী অর্থ।
৯টি মন্তব্য
হালিমা আক্তার
ডিজিটাল জীবন সত্যি ডিজাটালে ভাসছে। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
শুভ কামনা রইল।
বোরহানুল ইসলাম লিটন
বেশ শব্দ চয়ণ ও উপমার সমাহার ভাই!
এ যেন
অন্তরের কথা বলা
আর) অবিরাম ছুটে চলা!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
মোঃ মজিবর রহমান
অনুপ্রাণিত হইল প্রিয় বোরহান ভাই। ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
জীবনটা তো দুচাকার গাড়ি
চার আট চাকা হয়ে যায় একদিন
ভাল থাকবেন কবি মজিবর দা——–
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ প্রিয় লিটন ভাই
হালিম নজরুল
কবির জন্য শুভকামনা।
সঞ্জয় মালাকার
অনেক দিন পর আপনার লেখা পড়লাম,
দাদা একান্ত অনুভূতি ভালো লাগলো খুব,
ভালো থাকবেন শুভ কামনা সবসময় //
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাই।