তির্যক (গানের কথা)

ইখতামিন ৯ নভেম্বর ২০১৩, শনিবার, ০৭:০৭:২২অপরাহ্ন সঙ্গীত ১০ মন্তব্য

শিল্পীঃ আনিলা
এ্যালবামঃ এখন আমি

============
তির্যক বাঁকা স্রোত
শব্দের ক্যানভাসে
দিনমান প্রিয় সুর দখিনা বাতাসে
কালো মেঘ থম থম থম হয় স্থির ওই মন চঞ্চল
জলজতর বনে দেখি তোমারই মুখ অবিকল..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে..

তীব্র কাঁচা রোদ গ্রীষ্মের ক্যানভাসে
দিনমান প্রিয় মুখ নীলাভ হোক আকাশে
কোলাহল জল থই থই বয় স্থির ওই মন চঞ্চল
জলজতর ভোরে দেখি তোমরই মুখ অবিকল..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে..

সময়ে অসময়ে কেনো তোমাকে শুধু চাই
শয়নে বা স্বপনে কেনো তোমাকে শুধু চাই
সময়ে অসময়ে কেনো তোমাকে শুধু চাই
শয়নে বা স্বপনে কেনো তোমাকে শুধু চাই
বুঝতে পারিনা বলতে পারিনা
সইতে পারিনা জানতে পারিনা
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে..

আঁকাবাঁকা পথে ঝরা পাতা বনফুলে
কান পেতে শোনা ঝি ঝি পোকা কথা বলে
আঁকাবাঁকা পথে ঝরা পাতা বনফুলে
কান পেতে শোনা ঝি ঝি পোকা কথা বলে
বুঝতে পারিনা বলতে পারিনা
সইতে পারিনা জানতে পারিনা
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে..

 

নিচের লিংকে গিয়ে ৫ নম্বর গান
http://www.banglasong.amarlondon.com/dandl.php?cat=Band%20&%20artist=Aurthohin&%20album=Sumon+n+Anila+-+Ekhon+Ami

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ