
তিন পাগলের খেল,
কিনছে বা কেউ ঘুরছে মেলায়
থাকতে জেগে বেল।
এক পাগলে চশমা কিনে
ভাবছে সে এক বীর,
আরেক পাগল খোশ পেয়ে সে
মণ্ডা মিঠাই ক্ষীর।
কিনতে দু’জন ফুলের তোড়া
সুযোগ বুঝেই মারছে কোড়া
ভাবছে এ এক মুক্ত স্বাদের
দারুণ মজার ভেল,
তিন পাগলের খেল।
আরেক পাগল ভাবছে বসে
একলা গাছের তল,
এই ভুবনে ঝরছে সদা
হরেক দুখের জল।
ফেলছে তা কেউ স্বপ্ন আশায়
ভাবতে কারো বুক ভেসে যায়
এক ফোটা জল ফেলতে বা কেউ
চলছে গড়ে দেল,
তিন পাগলের খেল।
২০টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
বেশ ভালো লেখা
শুভকামনা রইল নিত্য
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ অফুরাণ প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
তিন পাগলের মেলা। বাবা তোমার দরবারে আজ বসেছে মেলা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
ফয়জুল মহী
খুব সুন্দর অনুভূতির নিখুঁত কাব্য নির্মাণ,
মুগ্ধতায় ছুঁয়ে গেলো মন।
ভালোলাগা আকাশসম।
শুভকামনা নিরন্তর প্রিয়।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ অপরিসীম।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুন্দর অনুভূতির চমৎকার প্রকাশ — ফেলছে তা কেউ স্বপ্ন আশায়
ভাবতে কারো বুক ভেসে যায়
এক ফোটা জল ফেলতে বা কেউ
চলছে গড়ে দেল,
তিন পাগলের খেল।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
তিন পাগলের কবিতা মজার হয়েছে।
শুভ কামনা রইলো।🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
তিন পাগলের খেল!! তিনজন ভিন্ন ভিন্ন ভাবনার জগতে ডুবে আছে। এটাই বাস্তবতা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য পেয়ে মুগ্ধ হলাম প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
পাগলেরা মেলার প্রাণ, যে যেমন সে তেমন ভাবেই থাকুক, নিজ নিজ আনন্দ-বিহারে।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
মনির হোসেন মমি
তিন পাগলের চমৎকার বন্দনা। ছন্দে ছন্দে চমৎকার কবিতা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন মনির ভাই।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
সাখাওয়াত হোসেন
দারুণ মনোমুগ্ধকর কবিতা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।