তিনি ( প্রথম পর্ব )

প্রিন্স মাহমুদ ৩০ নভেম্বর ২০১৩, শনিবার, ০৪:১০:০৩পূর্বাহ্ন গল্প, রম্য, সমসাময়িক ১০ মন্তব্য

১.

চৌধুরী আরিফ  মানুষ হিসেবে সিরিয়াস । এ ব্যাপারে উনার নাম আছে ।

১০টার অফিসে তিনি ৮টায় গিয়ে পৌঁছান । কলিগদের ধারনা ,সাংসারিক জীবনে তিনি অসুখি  তাই পালিয়ে আসেন।

অতি সিরিয়াস হিসেবে তার শিক্ষাগত যোগ্যতা খুবি ভালো । চেহারায় বোকা বোকা ভাব আছে ।

সুক্ষ গোঁফের রেখাও আছে । দাড়ি না উঠার কারনে  তিনি দাড়ি রেখে সুন্নত পালন করতে পারছেন না ।

থুতনির কাছে অল্প কিছু দাড়ি আছে । আড়ালে তার বাসার কাজের বুয়া এগুলোকে ছাগলা দাড়ি বলায় তিনি দাড়ি রাখতে পারছেন না

( তার কাজের বুয়া খালেদা কঠিন রসিক - প্রায় গ্রাম্য উচ্চারনে শহুরে ভাষা বলেন , বুয়া বলেছেন ছাগলইয়অ্যাঁ দাড়ি , যদিও তাকে দেখায় চেংড়া লোকের মত )

। তিনি রসিকতা নিতে জানেন না ।

 

এক রাতে তার বউ এর সাথে কিছুটা মতের পার্থক্য দেখা গেলো । বউ কেঁদে কেঁদে ব্যাগ গুছাচ্চে । অবাক হয়ে তিনি দেখলেন তার বউ কুসুম ব্যাগের ভেতর তার কাপড় ঢুকিয়ে দিচ্ছেন । তিনি জিজ্ঞেস করলেন , এগুলোর মানে কি ? তার বউ কুসুম কান্না থামিয়ে , মুখে পাসপোর্ট সাইজ হাসি এনে বলেন " আজ থেকে তুমি বাসায় থাকবে না - তোমাকে তাই ব্যাগ গুছিয়ে দিচ্ছি "

 

মহাজাগতিক সে ঘটনার পর থেকে তার ভেতর অস্থির ভাব প্রকাশ পাচ্ছে । তিনি লুকিয়ে রাখতে চেষ্টা করছেন , পারছেন না ।

সব কিছুতেই ভেতর থেকে বক্তব্য দিতে ইচ্ছে করছে । রাজনিতিক দলগুলোতে মিডিয়া কাভারের জন্য লোক দেয়া হয় ,

প্রফেশনটা উনার এখন লোভনীয় মনে হচ্ছে ।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ